যশোর আজ বুধবার , ৬ অক্টোবর ২০২১ ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

হাজারা সম্প্রদায়ের ১৩ সদস্যকে হত্যা করেছে তালেবান

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ৬, ২০২১ ৬:৫৩ পূর্বাহ্ণ
হাজারা সম্প্রদায়ের ১৩ সদস্যকে হত্যা করেছে তালেবান
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’ এর এক রিপোর্টে দাবি করা হয়েছে,গত ৩০ আগস্ট আফগানিস্তানের সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের ১৩ সদস্যকে হত্যা করেছিল তালেবান। তার মধ্যে ছিল এক ১৭ বছরের কিশোরীও।

এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

রিপোর্ট থেকে জানা যাচ্ছে, গত ৩০ আগস্ট আফগানিস্তানের খিদির জেলায় প্রবেশ করে অন্তত ৩০০ তালেবান যোদ্ধা। তারপরই শুরু হয় অবাধ হত্যাযজ্ঞ। জানা যায়, নিহত ১৩ জনের মধ্যে আফগান সেনার ১১ জন প্রাক্তন সদস্য। তাদের মধ্যে ৯ জনকে ধরে নিয়ে যাওয়া হয় কাছের নদীতীরে। তারপর একে একে খুন করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়।

মৃতদের মধ্যে ছিল এক ১৭ বছরের কিশোরী। মাসুমা নামের ওই কিশোরী তালেবান-আফগান সেনার মধ্যে গুলি বিনিময়ের শিকার হয়। তারই মতো হাজারা সম্প্রদায়ের আরেক সাধারণ নাগরিক মারা যান গুলিতে।

এর আগে ১৯ আগস্ট ৯ জন হাজারা সম্প্রদায়ের প্রতিনিধিকে খুন করেছিল তালিবান। কেবল তালেবানই নয়, তাদের অন্যতম ‘শত্রু’ ইসলামিক স্টেট (খোরাসান ) এর হাতেও হাজারা সম্প্রদায়ের বহু সদস্যের গত কয়েক মাসে মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

খবর সূত্র- আলজাজিরা

সর্বশেষ - লাইফস্টাইল