চন্দন মিত্র ( দিনাজপুর )জেলা প্রতিনিধি:: র্যাবের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান বলেছেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে কোন রাজনৈতিক ব্যক্তি জড়িত থাকে বলে আমি মনে করি না। আমাদের দেশে অসুস্থ মন মানসিকতার কিছু কাপুরুষ লোক সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করে। আমরা প্রতিটি ক্ষেত্রেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি।
বুধবার ( ২৪ সেপ্টেম্বর ) দুপুরে দিনাজপুরের দুর্গাপূজার নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন।
শহিদুর রহমান বলেন,আরেক ধরনের লোক আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা গুজব ছড়িয়ে সমস্যা তৈরীর এক ধরনের প্রচেষ্টা চালায়। সেক্ষেত্রেও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে। আপনারা মিথ্যা গুজবে কান দেবেন না। যারা এ ধরনের অপরাধের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব।
এ সময় র্যাব,পুলিশের উদ্বোধন কর্মকর্তা এবং হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।