সাতক্ষীরা প্রতিনিধি :: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল ৪৪৫বোতল ফেন্সিডিলসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী শাহিনুর আলম (৩৫) ও জিএম মাহিম ইসলামকে গ্রেফতার করেছে।
রবিবার ( ২৩ জুলাই ) গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানাধীন ধলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ঐ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাযত থাকা ৪৪৫ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জব্দকৃত আলামত ও আসামীদ্বয়কে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।