স্টাফ রিপোর্টার :: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের অভিযানে সাতক্ষীরার ধর্ষণ মামলার পলাতক আসামী আনারুল ইসলাম গ্রেফতার হয়েছে।সে সাতক্ষীরা জেলার আশাশুনি থানাধীন দূর্গাপুর গ্রামের মৃত করিম বক্সের ছেলে।
বুধবার ( ১০ জুলাই )র্যাব- ৬, সিপিসি-১,সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন চুকনগর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামী আনারুলকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক সাতক্ষীরা জেলার আশাশুনি থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্র নিশ্চিত করেন।