সাতক্ষীরা প্রতিনিধি :: ভারতে পাচারকালে সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ১জন অপহৃতকে উদ্ধারসহ ২পাচারচক্রের সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৬এর সদস্যরা।
সোমবার ( ১১ সেপ্টেম্বর ) রাতে র্যাব-৬ এর যশোর ক্যাম্পের সদস্যরা সাতক্ষীরা জেলার সোনাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধারসহ ঐ দুই পাচারকারীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো যশোর জেলার মনিরামপুর থানার শ্যামপুর গ্রামের কাদের সরদারের ছেলে কবির হোসেন ( ৩৮ ) ও একই থানাধীন মশি^মনগর গ্রামের সোবহান আলীর ছেলে মোঃ শাহজাহান ( ৩০ )।
র্যাবের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,অপহৃত নাটোর সদর থানাধীন জনৈক ওয়াসিম আকরমের স্ত্রী। ২ মাস পূর্বে ভিকটিমের সাথে পাচারচক্রের মূলহোতা শাহজাহানের সাথে মোবাইলে পরিচয় হয়। শাহজাহান ভিকটিমকে পাশ্ববর্তী দেশে ভালো বেতনে চাকুরির প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে তার কাছে নিয়ে রাখে।
এ ঘটনায় ওয়াসিম আকরম বাদী হয়ে নাটোর সদর থানায় একটি অপহরন মামলা করেন। অপহরনের পর হতে র্যাব-৫ ভিকটিম উদ্ধারে তৎপর হয়।এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার সীমান্ত এলাকায় র্যাব-৫ ও র্যাব-৬ এর যৌথ অভিযানে অপহৃত উদ্ধারসহ ঐ দুই পাচার চক্রের সদস্য গ্রেফতার হয়। এ সময় ভিকটিমের স্বর্ণের ১ জোড়া বালা,১টি চেইন,রুপার নুপুর ও মোবাইল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত মালামালসহ ভিকটিম ও পাচার চক্রের দুই সদস্যকে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।