সর্বশেষ খবরঃ

সাগরদাঁড়িতে নতুন বছরে ৯ দিন ব্যাপি মধু মেলা

সাগরদাঁড়িতে নতুন বছরে ৯ দিন ব্যাপি মধু মেলা
সাগরদাঁড়িতে নতুন বছরে ৯ দিন ব্যাপি মধু মেলা

রনি হোসেন,কেশবপুর প্রতিনিধি :: “ দাঁড়াও পথিক বর জন্ম যদি তব বঙ্গে তীক্ষ ক্ষণকাল এ সমাধি স্থলে ”। যশোরের কপোতাক্ষ নদের তীরে অবস্থিত ছোট্ট একটি গ্রাম সাগরদাঁড়ি।

এই গ্রামের বিখ্যাত জমিদার বাড়িতে রাজনারায়ণ দত্ত ও জাহ্নবী দেবীর কোল আলো করে ১৮২৪ সালের ২৫ শে জানুয়ারি জন্মগ্রহণ করেন আধুনিক বাংলা সাহিত্যের জনক, অমিত্রাক্ষ ছন্দের প্রবর্তন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত।

বর্তমানে সাগরদাঁড়ীতে কবির স্মৃতি বিজাড়িত বাড়িতে বাংলাদেশ প্রত্নতত্ব অধিদপ্তর এর সাহায্যে কবির স্মৃতি নিদর্শন ও আলোকচিত্র নিয়ে গড়ে উঠেছে একটি জাদুঘর। এটাকে মধুপল্লী বলা হয়। মনোমুগ্ধকর নির্মাণশৈল্য যেন বারংবার স্মরণ করিয়ে দেই জমিদার বাড়ি বলে কথা।

এখানে রয়েছে কবির পিতার কাছারিঘর, (যেটা এখন লাইব্রেরি ) কবির বাড়ি, কবির কাকার বাড়ি, শান বাঁধানো ঘাটের পদ্মপুকুর,কবির ভাস্কর্য,বাড়ির ভিতরে দূর্গামন্দির, কবির প্রসূতি স্থান, গোপন রাস্তা, ব্যবহৃত খাট, আলমারি, আয়না, চেনামাটির পাত্র, গ্রাম্যফোন সহ নানাবিধ জিনিসপত্র। মধুসূদন মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছে কবির নিজের হাতে লেখা চিঠি, তার স্বজন বন্ধু বান্ধবদের সাথে ছবি, তার লেখা বই।

এখানে ঘুরতে আসা দেশ বিদেশের দর্শনার্থীরা জানান, কবির গৌরবময় সাহিত্যকর্ম, পরিবার থেকে বিচ্ছেদের কথা। তাদের দাবি যোগাযোগ ও আবাসন ব্যবস্থা ভালো হলে সাগরদাঁড়ীতে অনেক পর্যটক আসবে।

স্থানীয়রা বলেন মহাকবির জন্য সাগরদাঁড়ী সারাবিশ্বের কাছে পরিচিতি লাভ করাতে তারা গর্বিত। অবসরে মনের খোরাক মেটাতে বিভিন্ন সময় মধুসূদন দত্তের মধুপল্লী ও কপোতাক্ষ নদের তীরে ভীড় করে দেশ বিদেশের হাজার হাজার পর্যটক।

প্রতিবছর জানুয়ারি মাসে কবির জন্মদিন উপলক্ষে ৭ দিন ব্যাপি মধুমেলার আয়োজন করে জেলা প্রসাশক। করোনার কারণে ২ বছর মধু মেলার আয়োজন করা সম্ভব হয়নি। এ বছর ২০২৩ সালের ২৫ শে জানুয়ারি শুরু হয়ে ছিলো ৭ দিন ব্যাপী মধুমেলা। প্রতিবছরের ন্যায়ে আগামী ২০২৪ সালে নতুন বছরে মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে হবে ৯ দিন ব্যাপি মধু মেলা।

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা গত ১৯ অক্টোবর দুপুরে কালেক্টরেটের অমিত্রাক্ষর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় ১৯ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত ৯ দিনব্যাপী মাইকেল স্মরণ মেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ হয়।

মধু মেলায় হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠে মধুকবির পূর্ণ জন্মভূমি। সাগরদাঁড়ী দেশের পর্যটন খ্যাতে বিশেষ অবদান রেখে চলেছে। তবে এখানে প্রয়োজনের তুলনায় কম দৃশ্যমান উন্নয়ন হয়েছে বলে দাবি করেন অনেকেই।

আরো খবর

আড়ত ব্যবসার অন্তরালে জুয়ার এজেন্ট হয়েই কোটিপতি বেনাপোলের ইকবাল
আড়ত ব্যবসার অন্তরালে জুয়ার এজেন্ট হয়েই কোটিপতি বেনাপোলের ইকবাল
মেয়াদ শেষও পায়রা সেতুতে টোল আদায় করছে সাবেক আইনমন্ত্রীর লোকজন
মেয়াদ শেষও পায়রা সেতুতে টোল আদায় করছে সাবেক আইনমন্ত্রীর লোকজন
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে প্রেসক্লাব চৌগাছা ও চৌগাছা রিপোর্টার্স ক্লাবের মানববন্ধন
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে প্রেসক্লাব চৌগাছা ও চৌগাছা রিপোর্টার্স ক্লাবের মানববন্ধন
গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
খাগড়াছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
খাগড়াছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
যুব দিবস উপলক্ষে শ্যামনগরে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
যুব দিবস উপলক্ষে শ্যামনগরে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
জামালপুর জেলা যুবদলের আয়োজনে আরাফাত রহমান কোকোর ৫৬ তম জন্মদিন পালন
জামালপুর জেলা যুবদলের আয়োজনে আরাফাত রহমান কোকোর ৫৬ তম জন্মদিন পালন
গোপালগঞ্জে আরাফাত রহমান কোকো’র ৫৬তম জন্মবার্ষিকী পালন
গোপালগঞ্জে আরাফাত রহমান কোকো’র ৫৬তম জন্মবার্ষিকী পালন