যশোর আজ মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

সাংবাদিক নেতা প্রদীপ চৌধুরীর মুক্তির দাবীতে মানববন্ধন

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ২৯, ২০২৪ ৬:১৫ অপরাহ্ণ
সাংবাদিক নেতা প্রদীপ চৌধুরীর মুক্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :: খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুধীকে গ্রেপ্তারের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি ও ৫ আগস্ট পরবর্তী সকল সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে ) ও পেশাজীবী সাংবাদিকরা।

মঙ্গলবার ( ২৯ অক্টোবর ) সকাল ১০ টায় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি সৈকত দেওয়ান ও একুশে টিভির চিংমেপ্রু মারমা।

মানববন্ধনে বক্তারা বলেন, ৫ আগস্ট রাজনৈতিক পদ পরিবর্তনের পর উদ্দেশ্যে মূলক ভাবে, সাংবাদিকদের কন্ঠ রোধ করার জন্য খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি, দৈনিক সমকাল ও দীপ্ত টিভির জেলা প্রতিনিধি প্রদীপ চৌধুরী,সময় টিভির জীতেন বড়ুয়া, এটিএন নিউজ ও এটিএন বাংলার আবু দাউদ এবং দৈনিক ভোরের কাগজ’র জেলা প্রতিনিধি শংকর চৌধুরীসহ জেলা সদরের ৭ জনসহ বিভিন্ন উপজেলায় বেশ কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়। সেই মামলায় গত শুক্রবার শহরের মিলনপুর এলাকায় একটি সামাজিক অনুষ্ঠান থেকে বাসায় ফেরার পথে সদর থানার সামনে থেকে প্রদীপ চৌধুরীকে আটক করে পুলিশ। যা অত্যন্ত নিন্দীয়।

বক্তারা অভিলম্বে খাগড়াছড়িতে মুক্ত সাংবাদিকতার স্বার্থে অভিলম্বে সাংবাদিক নেতা প্রদীপ চৌধুরীর মুক্তিসহ সকল সাংবাদিকদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়।

সর্বশেষ - সারাদেশ