খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: অবিলম্বে সরকারের পদত্যাগ ও অন্তবর্তীকালীন সরকার গঠনের দাবিতে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন কর্মসূচির সমর্থন জানিয়ে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনগুলো।
রবিবার( ০৪আগস্ট ) খাগড়াছড়ি জেলায় জেলা সদরের চেঙ্গী স্কোয়ারে বিক্ষোভের আয়োজন করা হয়। এসময় বিক্ষোভ সমাবেশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকান্ডের দায় নিয়ে অবিলম্বে সরকারের পদত্যাগ ও অন্তবর্তীকালীন সরকার গঠনের দাবি জানানো হয়েছে।
সকাল পৌনে ১১ টায় পাহাড়ি ছাত্র পরিষদ ( পিসিপি ), গণতান্ত্রিক যুব ফোরাম ( ডিওয়াই এফ ), হিল উইমেন্স ফেডারেশন (এইচডবিউএফ ) ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের যৌথ উদ্যোগে খাগড়াছড়ি সদরের চেঙ্গী স্কোয়ারে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এতে বিভিন্ন এলাকা থেকে। নেতাকর্মীরা যোগ দেয় ।
সমাবেশে বক্তব্য রাখেন,পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কনিকা দেওয়ান, গণতান্ত্রিক যুব ফোরামের জেলা সভাপতি ক্যামরণ দেওয়ান, হিল উইমেন্স ফেডারশনের জেলা আহ্বায়ক এন্টি চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের জেলা সহ-সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা ও সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক তৃষ্ণাঙ্কর চাকমা।