এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: শ্যামনগরে সবুজ সংহতির ইউনিয়নভিত্তিক চলতি কাজের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার( ২৭ মে )বিকাল ৪ টায় উপজলো সবুজ সংহতি ও বারসিকের যৌথ আয়োজনে শ্যামনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর ৩য় তলায় বারসিক সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদারের সভাপতিত্বে উপজেলা ও ইউনিয়ন সবুজ সংহতির সদস্য, এএলসি, শতবাড়ি, স্থানীয় সরকার, কৃষক, শিক্ষক, ও বারসিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভার শুরুতে বারসিক কর্মকর্তা প্রতিমা চক্রবর্তীর মন্ডলের সঞ্চালনায় ও সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার শুভেচ্ছা বক্তব্য রাখেন।
আরো বক্তব্য রাখেন সবুজ সংহতির আহবায়ক কুমুদ রঞ্জন গায়েন,ব্যবস্থাপনা কমিটির সদস্য সাংবাদিক রনজিৎ বর্মন, নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাত্তন প্রধান শিক্ষক কৃষ্ণেন্দু মুখার্জী, প্রাত্তন সমাজ সেবা কর্মকর্তা কিরন শংকর চ্যাটার্জী, কাউন্সিলার দেলোয়ারা বেগম, জেলে নারী কোহিনুর পিযুষ সহ প্রমুখ।
অংশগ্রহণকারীরা সকলে মিলে প্রাক্তন প্রধান শিক্ষক কৃষ্ণেন্দু মুখার্জিকে সভাপতি ও প্রাত্তন সমাজ সেবা কর্মকর্তা কিরন শংকর চ্যাটার্জীকে সাধারণ সম্পাদক করে শ্যামনগর উপজেলার পৌরসভার জন্য ২১ সদস্যের একটি কার্য়করী কমিটি গঠন করেন।