সর্বশেষ খবরঃ

সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রায় রঙিন হলো খাগড়াছড়ি শহর

সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রায় রঙিন হলো খাগড়াছড়ি শহর
সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রায় রঙিন হলো খাগড়াছড়ি শহর

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক (খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: পাহাড়জুড়ে উৎসবের রঙ, ঢাকের তালে মুখরিত খাগড়াছড়ি শহর।সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব রথযাত্রাকে কেন্দ্র করে শুক্রবার ( ২৭ জুন ) এক ভিন্নতর আবহে রঙিন হয়ে ওঠে খাগড়াছড়ি।

সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় শুরু হয় রথযাত্রার আনন্দ উদযাপন।শহরের প্রতিটি সড়কে,মন্দির প্রাঙ্গণে,এমনকি অলিগলিতেও ছিল উৎসবের ছোঁয়া। রাধা বঙ্কুবিহারী মন্দির, খাগড়াপুর জগন্নাথ মন্দির, জিরোমাইল মহালছড়াসহ বিভিন্ন মন্দিরে ধর্মীয় আচার-অনুষ্ঠান আর শোভাযাত্রায় ভরে ওঠে সনাতনভক্তদের পদচারণা।

জেলার কেন্দ্রস্থল রাধা বঙ্কুবিহারী মন্দির প্রাঙ্গণ থেকে বের হয় বিশাল রথ শোভাযাত্রা। হাজারো মানুষের অংশ গ্রহণে, ঢাক-ঢোল, শঙ্খ আর উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো শহর।শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

বক্তব্যে তিনি বলেন,“রথযাত্রা কেবল ধর্মীয় আচার নয়, এটি আমাদের সমাজ ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এ উৎসব মানুষে মানুষে বন্ধন গড়ে তোলে, সম্প্রতির বার্তা দেয়। পাহাড়ে এই উৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়,এটা আজ আমাদের সবার আনন্দের উৎসব।”

শোভাযাত্রাটি শাপলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গী স্কোয়ার হয়ে শেষ হয় শ্রী শ্রী কেন্দ্রীয় লক্ষী নারায়ণ মন্দিরে।

এ রথযাত্রা উৎসবে হাজারো ভক্তবৃন্দের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শিশুদের মুখে আনন্দ, প্রবীণদের চোখে ধর্মীয় আবেগ,রথযাত্রা যেন এক দিনে পাহাড়কে রাঙিয়ে তোলে ভক্তি ও উৎসবের রঙে।

জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, “জেলার সব উপজেলায় শান্তিপূর্ণভাবে রথযাত্রা উদযাপন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, এবং গোয়েন্দা নজরদারি জোরদার আছে।”

রথযাত্রার এ আয়োজনে পাহাড়ের সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস ও উৎসবের রূপ যেন এক মোহনায় এসে মিলেছে। খাগড়াছড়ি হয়ে উঠেছে রঙে, ভক্তিতে ও ভালোবাসায় ভরা এক অনন্য জনপদ।

আরো খবর

ঢালিউডে দারুণ অভিষেক হচ্ছে তিশার
ঢালিউডে দারুণ অভিষেক হচ্ছে তিশার
খাগড়াছড়িতে দানোত্তম কঠিন চীবর দান উদযাপন
খাগড়াছড়িতে দানোত্তম কঠিন চীবর দান উদযাপন
শহিদুল আলমের মুক্তির চেষ্টা করছে সরকার
শহিদুল আলমের মুক্তির চেষ্টা করছে সরকার
দুমকিতে পুলিশের হাতে গাঁজাসহ দুই যুবক আটক
দুমকিতে পুলিশের হাতে গাঁজাসহ দুই যুবক আটক
বিশ্ব অলি শাহানশাহ হকভান্ডারীর ৩৭তম ওরশ শরীফ উপলক্ষে মোটর র‍্যালী
বিশ্ব অলি শাহানশাহ হকভান্ডারীর ৩৭তম ওরশ শরীফ উপলক্ষে মোটর র‍্যালী
জেলে ও মৎস্য ব্যবসায়ীদের জনসচেতনতায় “ মা ইলিশ” সংরক্ষণ বিষয়ক অভিযান 
জেলে ও মৎস্য ব্যবসায়ীদের জনসচেতনতায় “ মা ইলিশ” সংরক্ষণ বিষয়ক অভিযান 
পলাশবাড়ীতে মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
পলাশবাড়ীতে মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
জামালপুরে “প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ”শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চলছে
জামালপুরে “প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ”শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চলছে