সর্বশেষ খবরঃ

শ্যামনগরে রেলসংযোগ বাস্তবায়নে দাবিতে স্মারকলিপি প্রদান

শ্যামনগরে রেলসংযোগ বাস্তবায়নে দাবিতে স্মারকলিপি প্রদান
শ্যামনগরে রেলসংযোগ বাস্তবায়নে দাবিতে স্মারকলিপি প্রদান

এম কামরুজ্জামান ( সাতক্ষীরা )জেলা প্রতিনিধি :: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা সাতক্ষীরা বাসীর দীর্ঘদিনের স্বপ্ন নাভারণ–সাতক্ষীরা মুন্সিগঞ্জ রেলপথ বাস্তবায়নের দাবিতে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মহোদয়ার বরাবর স্মারকলিপি প্রদান করেছে “রেল আন্দোলন, সাতক্ষীরা”।

সোমবার ( ১৮ আগস্ট ২০২৫ ) তারিখে ইউএনওর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে জানানো হয়, প্রায় ২২ লাখ জনসংখ্যার এই জেলাটি দীর্ঘ ১১১ বছর ধরে আধুনিক রেলযোগাযোগ ব্যবস্থার অপেক্ষায় রয়েছে। সরকারের অনুমোদিত রেলসংযোগ প্রকল্প থাকলেও দীর্ঘদিন অর্থায়নের অভাবে তা বাস্তবায়ন হয়নি, যা জনদুর্ভোগ ও আঞ্চলিক উন্নয়নের প্রতিবন্ধকতায় পরিণত হয়েছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, সাতক্ষীরা একটি কৃষিনির্ভর জেলা। এখানকার কৃষক ও মৎস্যজীবীদের উৎপাদিত পণ্য দেশের বিভিন্ন অঞ্চলে এবং বিদেশে পরিবহনের জন্য রেলপথ অপরিহার্য। ভোমরা স্থলবন্দর ও বসন্তপুর নৌবন্দর সংযুক্ত হলে আন্তর্জাতিক বাণিজ্যের সম্ভাবনা আরও উন্মোচিত হবে। এছাড়া, পর্যটন শিল্প বিকাশেও এই রেলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়,যশোরের নাভারণ থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত ৯৮.৪২ কিমি দীর্ঘ রেলপথ নির্মিত হলে সুন্দরবন ঘেঁষা এই জনপদের পর্যটন শিল্পে নতুন গতি আসবে। পর্যটকদের জন্য নিরাপদ,সাশ্রয়ী এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে,যা দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

প্রসঙ্গত,অস্ট্রেলিয়ার ক্যানারেইল কোম্পানি লিমিটেড ইতোমধ্যে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শেষে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে প্রতিবেদন প্রস্তুত করে সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়েছে।

স্মারকলিপির মাধ্যমে সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে জোরালোভাবে দাবি জানানো হয়,রেলসংযোগ বাস্তবায়নে দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক ও নীতিনির্ধারণী পদক্ষেপ গ্রহণ করা হোক।

“সাতক্ষীরাবাসীর স্বপ্নের রেললাইন চাই”এই স্লোগান ধারণ করে রেল আন্দোলনের নেতৃবৃন্দ বলেন,“শ্যামনগর উপজেলার সকল সহযোদ্ধা ভাই ও বোনদের প্রতি রইল কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।

শ্যামনগরের জনগণের ভালোবাসায় আমরা সিক্ত,তাদের কাছে চিরঋণী হয়ে থাকলাম।”স্মারকলিপি গ্রহণ করে ইউএনও মহোদয়া আশ্বস্ত করেন,স্মারকলিপিটি যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ এবং বিষয়টি গুরুত্ব সহকারে অনুসরণ করবেন।

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেল আন্দোলন সাতক্ষীরার সদস্য মোমিনুর রহমান, সাইফুদ্দীন,হাফিজ, মাসুম বিল্লাহ, জাহিদ হাসান, হাফেজ আমীর হামজা প্রমুখ।

জনস্বার্থে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন নাগরিকরা। সাতক্ষীরাবাসী আশাবাদী, প্রশাসনের আন্তরিকতা ও সরকারি সদিচ্ছার মধ্য দিয়ে বাস্তবায়ন হবে তাদের বহু প্রতীক্ষিত রেললাইন।

আরো খবর

বিশ্ব অলি শাহানশাহ হকভান্ডারীর ৩৭তম ওরশ শরীফ উপলক্ষে মোটর র‍্যালী
বিশ্ব অলি শাহানশাহ হকভান্ডারীর ৩৭তম ওরশ শরীফ উপলক্ষে মোটর র‍্যালী
জেলে ও মৎস্য ব্যবসায়ীদের জনসচেতনতায় “ মা ইলিশ” সংরক্ষণ বিষয়ক অভিযান 
জেলে ও মৎস্য ব্যবসায়ীদের জনসচেতনতায় “ মা ইলিশ” সংরক্ষণ বিষয়ক অভিযান 
পলাশবাড়ীতে মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
পলাশবাড়ীতে মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
জামালপুরে “প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ”শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চলছে
জামালপুরে “প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ”শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চলছে
লোহালিয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
লোহালিয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
গোবিন্দগঞ্জে প্রায়১৪ হাজার মূল দলিল বিনষ্টের ঘোষণা
গোবিন্দগঞ্জে প্রায় ১৪ হাজার মূল দলিল বিনষ্টের ঘোষণা
নড়াইলের পুকুর থেকে ভাই ও বোনের মরদেহ উদ্ধার
নড়াইলের পুকুর থেকে ভাই ও বোনের মরদেহ উদ্ধার
দুমকিতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন
দুমকিতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন