এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দূর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ও এনজিও পরিষদের সহযোগীতায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১৩ অক্টোবর ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি সড়ক ও উপজেলা চত্বর প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনি খাতুন সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রহমান, সেক্রেটারি শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির, বীর মুক্তিযোদ্ধা জি এম ওসমান গনি, এনজিও প্রতিনিধি গাজী আল ইমরান,ছাত্র প্রতিনিধি মাসুম বিল্লাহ, সাবেক উপজেলা ভাইসচেয়ারম্যান নূরজাহান পারভিন ঝর্না, জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, ফায়ার সার্ভিস কর্মকর্তা, সাংবাদিক প্রতিনিধি মনিরুজ্জামান মিশুক, শ্যামনগর থানার এস আই গিয়াস উদ্দীন, শিক্ষক প্রতিনিধি, ভূরুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান, সিপিপি প্রতিনিধি সাহজাহান প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি এস এম মোস্তফা কামাল, মুক্তিযোদ্ধা বৃন্দ, শ্যামনগর উপজেলা অনলাইন নিউজক্লাবের সভাপতি মারুফ হোসেন ( মিলন),সাংবাদিকবৃন্দ, উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধানগণ,বিভিন্ন এনজিও প্রধানগন, সিপিপি, বারসিকের কর্মকর্তাবৃন্দ, স্বেচাসেবক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।