চন্দন মিত্র :: শেখ হাসিনা বাংলার রাজনীতিতে আলোর দিশারী ,দিশেহারা বাঙ্গালীর বাতিঘর উল্লেখ করে বাংলাদেশ আওয়ামীলীগ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আলতাফুজ্জামান মিতা বলেন শেখ হাসিনা দেশে ফিরে এসেছেন বলেই বাংঙ্গালি জাতির জীবনে জগদ্দল পাথরের মতো চেপে বসা ঘোর অন্ধকার থেকে আলোর মুখ দেখতে সক্ষম হয়েছে ,ভুলুন্ঠিত হওয়া মুক্তিযুদ্ধের চেতনা পুনরায় জাগ্রত হয়েছে। উন্নয়নশীল স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে অবস্থান করে নিতে সক্ষম হয়েছে ।
শুক্রবার রাতে দিনাজপুর জেলা আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধুর তনয়া সফল রাষ্ট্রনায়ক গণতন্ত্রের মানস কন্যা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা উপরোক্ত কথাগুলো বলেন।
এছাড়াও তিনি আরো বলেন যার জন্ম না হলে বাংলাদেশ হতো না সেই বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে ১৯৭৫ সালের ১৫আগস্ট বিপথগামী একদল সেনা সদস্য ইতিহাসের নৃশংসতম হত্যাকান্ড ঘটিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুন্ঠিত করে বাঙালি জাতির অস্তিত্বকে বিপন্ন করতে নানামুখী ষড়যন্ত্র করে দেশকে পুনরায় ঘোর অন্ধকার জগতে নিমজ্জিত করার চেষ্টা চালিয়ে আসছিল ।
এমনই এক ক্রান্তি লগ্নে ১৯৮১সালের ১৭মে শেখ হাসিনা দেশে ফিরে আসেন।আর দেশে ফিরেই বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার,বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার হত্যাকান্ডের বিচার ,সৈরতন্ত্রের অবসান ঘটিয়ে জাতির গণতান্ত্রিক অধিক পুনঃপ্রতিষ্ঠার শপথ নিয়ে সভাপতির দায়িত্ব গ্রহণ করে ।
অনেক ঘাত প্রতিঘাত সহ্য করে আজ সফল রাষ্ট্রনায়ক হিসেবে দেশ পরিচালনা করে আসছে।আর তার হাত ধরেই বাংলাদেশ আজ ক্ষুধা,দারিদ্র্যমুক্ত উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে অবস্থান করে নিয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগ দিনাজপুর জেলা শাখা আয়োজিত শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
এসময় বাংলাদেশ আওয়ামীলীগ দিনাজপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমদাদ সরকার,সাংগঠনিক সম্পাদক রায়হান কবির সোহাগ,উপদপ্তর সম্পাদক মনিরুজ্জামান জুয়েল ও আহমেদ চৌধুরী পরাগ, যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক শাহজাহান নভেল, জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য মানিক বসাক সহ সংগঠনের অন্যান্য নেতা কর্মীবৃন্দ ।