এম কামরুজ্জামান ( সাতক্ষীরা ) জেলা প্রতিনিধি :: বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলী’র উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১২ নভেম্বর )বেলা ১২টায় উপজেলা বাংলাদেশ শিক্ষক সমিতির আয়োজনে উপজেলা প্রেসক্লাব চত্ত্বর উপজেলা বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মাস্টার মোঃ আসাদুজ্জামান মিটুর সভাপতিত্বে জোবেদা সোহরাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাত্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি’র সভাপতি মাস্টার মোঃ আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান,উপজেলা বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাঁঠালবাড়ী এ জি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম,মাস্টার রেজাউল ইসলাম, রনজিত বর্মন,মজনু এলাহী,নাজমুল হোসেন,আমিনুল ইসলাম বকুল, জয়দেব বিশ্বাস,সুমিত কুমার বিশ্বাস,ছাত্র মমিনুর রহমান প্রমুখ।
বক্তাগণ বলেন,শিক্ষকরা মানুষ গড়ার কারিগর,স্কুল চলাকালীন সময়ে সন্ত্রাসীরা স্কুলের ভিতর প্রবেশ করে প্রধান শিক্ষকের উপরে হামলাকারী কে অবিলম্বে গ্রেফতার করতে হবে। সন্ত্রাসীদের কোন দল নেই।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আহ্বান জানান। তা না হলে আগামীতে বাংলাদেশ শিক্ষক সমিতির ব্যানারে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।