মাহমুদুল হাসান :: যশোরের শার্শা সীমান্তে প্রশাসনিক অভিযানের মুখে একের পর এক মাদকদ্রব্যের ছোট বড় চালান আটক হলেও সীমান্তের চিহ্নিত মাদক ব্যবসায়ীরা রয়েছে বহাল তবিয়তে।
১সপ্তাহের মধ্যে পুলিশ প্রশাসনের হাতে মাদক ব্যবসায় জড়িত ৫জন আটক হয়েছে।এ সকল অভিযানে চুনো পুটি মানের মাদককারবারী আটক হলেও এখনো মাদক ব্যবসার মূল হোতারা অধরা,ফলে বেড়েই চলেছে সীমান্ত জুড়ে মাদক ব্যবসা।
সোমবার ( ২০ ডিসেম্বর ) বেনাপোল পোর্টথানা পুলিশের এস আই রোকুনুজ্জামান সঙ্গীয় অফিসার ফোর্স সহায়তায় বেনাপোল পৌর এলাকার ভবেরবেড় ওয়ার্ডে অভিযান চালিয়ে জৈনক গোলাম মোর্শেদের তিনতলা ভবনের একটি ফ্লাটের কক্ষ হতে ৯৭ বোতল ফেন্সিডিল ও নকল ফেন্সিডিল তৈরীর সরঞ্জামসহ ১নং ওয়ার্ড সাদীপুর গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে মনিরুজ্জামান কালু ( ২৫)কে আটক করেন।
গত রবিবার ( ১৯ডিসেম্বর ) একই অফিসারের নেতৃত্বে চালানো অভিযানে একই গ্রামের মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের পূর্ব পাশ হতে ১৬০বোতল ফেন্সিডিল সহ ২নং ওয়ার্ড নামাজগ্রামের মৃত মাহতাফ মোড়লের ছেলে হেলাল উদ্দীন(২৫) আটক হয়।
গত মঙ্গলবার ( ১৪ ডিসেম্বর ) দুপুরে ঐএকই অফিসারের নেতৃতে খড়িডাঙ্গা গ্রামের চৌরাস্তা এলাকায় চালানো অভিযানে ৭০ বোতল ফেন্সিডিলসহ মহিষাডাঙ্গা গ্রামের ওসমান গনির ছেলে মোঃ হোসাইন (২০) আটক হয়। সোমবার ( ১৩ডিসেম্বর ) এস আই মাসুম বিল্লাহ এর নেতৃত্বে বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর বাজার এলাকায় চালানো অভিযান হতে ৩০ বোতল ফেন্সিডিল সহ এসকেন্দার আলী (৪৫) ও আলাউদ্দিন শেখ ওরফে ঝন্টু শেখ (৪৯) আটক হয়।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাদকদ্রব্য উদ্ধারসহ আটকের সত্যতা নিশ্চিত করে জানান,ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে ভিন্ন ভিন্ন মামলা দিয়ে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
গত শনিবার ( ৪ ডিসেম্বর )শার্শা থানাধীন রাড়ীপুকুর গ্রামে শার্শা থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ মোঃ ওজিয়ার রহমান ( ৬৫) নামের এক মাদককারবারী আটক হয়। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান আটকের সত্যতা নিশ্চিত করে জানান,আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে কোর্টে সোপার্দ করা হয়েছে।
শার্শায় মাদকদ্রব্য উদ্ধারের এ সংক্ষিপ্ত পরিসংখ্যান হতে সহসায় বুঝা যায়,সাম্প্রতি সময়ে শার্শা সীমান্ত জুড়ে মাদক ব্যাবসায়ীদের তৎপরতা বেড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মাদক ব্যবসায়ীদের সহযোগী ( যানবাহন চালক, জন,লাইনম্যান )একাধিক সূত্র হতে জানা যায়,করোনা প্রাদুর্ভাবের স্বাভাবিক পরিস্থিতির সুযোগে শার্শা সীমান্তের চিহ্নিত পয়েন্ট ঘাট দিয়ে ( পুটখালী, রঘুনাথপুর,দৌলৎপুর,অগ্র ভূলোট, ঘীবা,গোগা ও সাদিপুর সীমান্ত পথে ) মদ,গাঁজা ফেন্সিডিল,ইয়াবা ও হেরোইনের মত মাদকের বিপুল চালান এসে শার্শা সীমান্তে মজুদ হয়েছে।
আর এগুলো সুযোগ বুঝে দেশের অভ্যান্তরে সরবারহ করতে গিয়ে দু একটি ছোট চালান ধরা খেলেও বেশীরভাগ চালান গুলো বড় অংকের অর্থ বানিজ্যে প্রশাসনিক সহায়তায় অন্যত্র পৌঁছে যাচ্ছে অনায়াসে। শার্শা সীমান্তের চিহ্নিত,একাধিক মামলার আসামী,শীর্ষ মাদক ব্যবসায়ীরা আইনের ফাঁক গলিয়ে সহসায় জামিনে মুক্ত হয়ে এসে এলাকায় আবারো মাদকের রমরমা ব্যবসা শুরু করেছে।
শার্শার পান্তাপাড়া,বেনাপোলের দিঘীরপাড়,কলেজ রোড,বাইপাস সড়ক,চোরের রাস্তা,লটাদিঘী সড়ক,বাহাদুরপুর টু লক্ষনপুর সড়ক গুলো মাদক ব্যবসায়ীরা মাদক সরবারহ কাজের নিরাপদ রুট হিসাবে ব্যাবহার করছেন বলে সূত্রটি আরো জানান।
সাম্প্রতি পুলিশের একাধিক মাদকদ্রব্য উদ্ধার ঘটনায় উদ্বীগ্ন এলাকাবাসী। অনেকেরই ধারনা এলাকার তালিকাভূক্ত ( পুলিশের খাতায় চিহ্নিত ) মাদক ব্যবসায়ীরা এলাকায় বহাল তবিয়তে থাকায় কিংবা তাদের বিরুদ্ধে প্রশাসনের বিশেষ অভিযান পরিচালিত না হওয়ায় এলাকায় মাদক সেবী ও মাদক কারবারীদের তৎপরতা আবারো বেড়েছে। এতে করে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ যুব সমাজ মাদকের প্রতি দ্রুত আকৃষ্ট হয়ে ওঠবে।
এমনকি এলাকায় মাদককারবারী দের ব্যবসায়িক কাজের বেপরোয়া চলাচলে জনজীবন অতিষ্ট সহ পরিবারের উঠতি বয়সী সদস্যরা বেশী টাকা রোজগারের নেশায় মাদক মাফিয়াদের প্রলোভনে পড়ে মাদক ব্যবসায় জড়াচ্ছে।
এ বিষয়ে নাভারণ সার্কেল যশোর,সহকারী পুলিশ সুপার জনাব জুয়েল ইমরান জানান,যশোরের সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশে মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নিতী বাস্তবায়নে যশোর পুলিশ প্রশাসন নিরলস কাজ করছে। এরই ধারাবাহিকতায় সফল অভিযানে মাদকদ্রব্য ও মাদক ব্যবসায়ী গ্রেফতার হচ্ছে।
শার্শা সীমান্তে মাদকের ব্যাপারে পুলিশ প্রশাসন শক্ত ও সতর্ক অবস্থানে রয়েছে। এলাকার মাদককান্ড দমনে পুলিশ জোরালো ভূমিকা গ্রহণসহ সীমান্তের চিহিন্ত মাদক ব্যবসায়ীদের প্রতি নজরদারী বাড়াবে। তিনি এ কাজে সমাজের সর্বস্তরের জনসাধারনের সহযোগীতা কামনা করেন।