বেনাপোল প্রতিনিধি :: যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ১২ কেজি গাাঁজাসহ জুলফিকার আলী ভুট্টো (৪০) নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। সে শার্শাথানা ধীন রামচন্দ্রপুর গ্রামের কওসার মোড়লের ছেলে।
বুধবার শার্শা থানাধীন রামচন্দ্রপুর গ্রামের ভুট্টো এর বসত বাড়ী হতে ১২( বারো )কেজি অবৈধ মাদক দ্রব্য গাঁজাসহ তাকে গ্ৰেফতার করে পুলিশ।
এসংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় একটি মামলা হয়েছে। যাহার মামলা নং-১০ ও তারিখ ১০-৯-২০২৫ ইং।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) গাঁজাসহ আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান,ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।