শার্শা প্রতিনিধি :: যশোরের শার্শা উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে ফারুক হোসেনকে( ৩৪) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডসহ ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শার্শার লক্ষনপুর ও নিজামপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ও নির্বাহী মেজিস্ট্রেট মোঃ শওকাত মেহেদী সেতু।
সহকারী কমিশনার ( ভূমি ) জানান, একটি চক্র অধিক মুনাফার আশায় নিজামপুর ও লক্ষনপুর ইউনিয়নের কানাইনগর, হরিনাপোতা এবং গোড়পাড়া এলাকার ফসলি জমি থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করছিল। এ ঘটনায় ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন’ এবং ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’-এর অধীনে মোট তিনটি মামলা দায়ের করে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান,অবৈধ বালু-মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।