স্টাফ রিপোর্টার :: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সদস্যদের অভিযানে ওয়ান শুটারগানসহ মোঃ বেল্লাল সরদার ( ৩৭ )নামের অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
বৃহষ্পতিবার ( ১৩ জুলাই ) র্যাব-৬ খুলনা স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল তেরখাদা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাবের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তি হতে জানা যায,গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার তেরখাদাথানাধীন শেখপুরা গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী বেল্লালকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাযতে থাকা ১টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও ২টি কার্তুজ উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ীর নামে অস্ত্র আইনে মামলা রুজুসহ আসামীকে তেরখাদা থানায় হস্তান্তর করা হয়েছে বলে আরো জানা গেছে।