যশোর আজ শুক্রবার , ৩১ মে ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

রোহিঙ্গাদের নিয়ে আশঙ্কার আলামত দেখা যাচ্ছেঃস্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
Jashore Post
মে ৩১, ২০২৪ ৪:৪৩ অপরাহ্ণ
রোহিঙ্গাদের নিয়ে আশঙ্কার আলামত দেখা যাচ্ছেঃস্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

বিশেষ প্রতিবেদক:: মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের নিয়ে আগে থেকে করা আশঙ্কার কিছু কিছু আলামত দেখা যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেছেন, ‘রোহিঙ্গাদের ভবিষ্যৎ অনিশ্চিত। আমরা আগে থেকে বলে আসছিলাম, এদের দ্রুত স্বদেশ মিয়ানমারে ফেরত পাঠানো না গেলে অস্তিরতা তৈরি হতে পারে। এখানে আন্তর্জাতিক সন্ত্রাসীদের হাব তৈরি হতে পারে। অস্ত্রের ঝনঝনানি হতে পারে। অনেক কিছুই হতে পারে। এই হতে পারার মধ্যে কিছু কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি।

শুক্রবার ( ৩১ মে ) কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সকাল ১১টার দিকে উখিয়ার ১৯ নম্বর ঘোনার পাড়া রোহিঙ্গা ক্যাম্পের এপিবিএন কার্যালয়ে যান। দুপুর সোয়া ১২টা পর্যন্ত সভা করেন এপিবিএন কর্মকর্তারদের সঙ্গে। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, মিয়ানমারের অভ্যন্তরে যারা যুদ্ধ করছেন, তাদের কয়েকজনের আনাগোনা এখানে (রোহিঙ্গা ক্যাম্পে) দেখা যাচ্ছে। সবচেয়ে বড় ভয়ের বিষয় হচ্ছে আমাদের দেশ কোনো মাদক উৎপাদন করে না। কিন্তু, মিয়ানমার থেকে মাদক আসছে অনেক আগে থেকে।

এখন ক্যাম্পের কিছু সংখ্যক লোক মাদক কারবারের সঙ্গে জড়িয়ে গেছেন। আমরা তাদের চিহ্নিত করার চেষ্টা করছি। একই সঙ্গে অস্ত্র ও হত্যায় জড়িতদেরও চিহ্নিত করার চেষ্টা চলছে। এদের চিহ্নিত করে আইনের আওতায় আনা আমাদের মূল কাজ।

তিনি আরও বলেন, আজ রোহিঙ্গা ক্যাম্পে এসে নিরাপত্তা নিয়োজিত এপিবিএন-এর সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা করে তাদের চ্যালেঞ্জ সমূহ জেনেছি। জেনেছি তাদের সুবিধা-অসুবিধা সমূহ। তাদের বলেছি, বাংলাদেশ একটি ইতিহাস সৃষ্টি করেছে জঙ্গি-সন্ত্রাস দমনের মধ্য দিয়ে।

এপিবিএন রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা দিয়ে বাংলাদেশকে এগিয়ে যেতে সহযোগিতা করছেন। এপিবিএন তাদের দায়িত্ব পালন করছেন বলেই রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি শান্তিপূর্ণ এবং নিয়ন্ত্রিত।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের কথা ও কাজে মিল নেই বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আন্তর্জাতিক সংস্থাসহ বাংলাদেশ রোহিঙ্গা ফেরত পাঠানো নিয়ে তৎপরতা চালিয়ে যাচ্ছে। মিয়ানমার একটি অস্থিরশীল দেশ। ওখানে যুদ্ধ-যুদ্ধ খেলা।

বিভিন্ন সময় মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা ফেরত নিয়ে নানা চুক্তি বা সমঝোতায় স্বাক্ষর হলেও তা ওই দেশটির কারণে অগ্রগতি হয়নি। আশা করি, মিয়ানমার দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গাদের ফেরত নেবে।

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রোহিঙ্গা ক্যাম্পটির এ-৭ ব্লকের পাহাড়ি এলাকা পরিদর্শন করেন। সেখান থেকে তিনি যান টেকনাফে।সেখানে বিজিবি সংশ্লিষ্টদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি।

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোঃ মিজানুর রহমান, এপিবিএন প্রধান সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, অতিরিক্ত মহাপরিদর্শক আনোয়ার হোসেন,পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, ৮ এপিবিএনের অধিনায়ক মোঃ আমির জাফর, ১৪ এপিবিএনের অধিনায়ক মোঃ ইকবাল, ১৬ এপিবিএনের অধিনায়ক হাসান বারী এবং সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে,গতকাল বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কক্সবাজার হিলটপ সার্কিট হাউসে ‘রোহিঙ্গা ক্যাম্পের আইন-শৃঙ্খলা’ সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন।

 

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত
ডিবি পুলিশের অভিযানে শার্শার চিহ্নিত মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

ডিবি পুলিশের অভিযানে শার্শার চিহ্নিত মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

ইসরায়েলি প্রেসিডেন্ট প্রথমবার আরব আমিরাত সফরে গেলেন

ইসরায়েলি প্রেসিডেন্ট প্রথমবার আরব আমিরাত সফরে গেলেন

ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ২০

ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ২০

মাদককে লাল কার্ড দেখিয়ে গৌরীপুর আসনে প্রার্থিতার ঘোষণা কবি সেলিমের

মাদককে লাল কার্ড দেখিয়ে কবি সেলিমের গৌরীপুর আসনে প্রার্থিতার ঘোষণা

কারামুক্ত হলেন বিএনপি নেতা ফখরুল ও আমির খসরু

কারামুক্ত হলেন বিএনপি নেতা ফখরুল ও আমির খসরু

রেমালে ক্ষতিগ্রস্ত বেড়ি বাঁধগুলো সংস্কার না হওয়ায় দুর্ভোগে উপকূলবাসী

রেমালে ক্ষতিগ্রস্ত বেড়ি বাঁধগুলো সংস্কার না হওয়ায় দুর্ভোগে উপকূলবাসী

অন্তর্বর্তীকালীন সরকারে শপথ নিলেন আরো ৪ উপদেষ্ঠা

অন্তর্বর্তীকালীন সরকারে শপথ নিলেন আরো ৪ উপদেষ্ঠা

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারালো পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারালো পাকিস্তান

মনিরামপুরে ১২টি বন্যপ্রানী উদ্ধারঃ ১জনের কারাদন্ডসহ অর্থদন্ড প্রদান

মনিরামপুরে ১২টি বন্যপ্রানী উদ্ধারঃ ১জনের কারাদন্ডসহ অর্থদন্ড প্রদান

অভিনেতা ফারদিন ও নাতাশা

ফারদিন-নাতাশার সংসারে বিচ্ছেদের সুর