সর্বশেষ খবরঃ

রামগড় সীমান্তে বিএসএফ এর পুশইনের স্বীকার নারী ও শিশুসহ ৫জন

রামগড় সীমান্তে বিএসএফ এর পুশইনের স্বীকার নারী ও শিশুসহ ৫জন
রামগড় সীমান্তে বিএসএফ এর পুশইনের স্বীকার নারী ও শিশুসহ ৫জন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ( খাগড়াছড়ি ) জেলা প্রতিনিধি :: খাগড়াছড়ির রামগড় উপজেলার ফেনী নদীসংলগ্ন কাজির চর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী( বিএসএফ ) এক বাংলাদেশি পরিবারকে জোরপূর্বক বাংলাদেশে পুশ-ইন করেছে।

বুধবার ( ২১ মে ) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। পুশ-ইনকৃতদের মধ্যে রয়েছেন উম্মেদ আলী( ৪০),তার স্ত্রী সেলিনা বেগম ( ৩৫ ) এবং তাদের তিন কন্যা সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়,গভীর রাতে ভারতীয় ১১৪ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা পরিবারের পাঁচজনকে হাত-পা বেঁধে নদীতে ফেলে দেয়। পরে ভোরে স্থানীয় গ্রামবাসীরা তাদের উদ্ধার করে বিজিবিকে খবর দেন।

বৃহস্পতিবার ( ২২ মে )সকাল ৬টার দিকে ৪৩ বিজিবি ব্যাটালিয়নের মহামুনি বিওপির সদস্যরা পরিবারটিকে আটক করে নিজেদের হেফাজতে নেয়।

উদ্ধার হওয়া উম্মেদ আলী জানান, তাঁরা ভারতের হরিয়ানা রাজ্যের একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। কয়েকদিন আগে বিএসএফ হঠাৎ তাদের আটক করে। এরপর তাদের কাছ থেকে টাকা-পয়সা ও মোবাইল ফোন কেড়ে নেয়। নদীতে ফেলার আগে কোমরে খালি প্লাস্টিকের বোতল বেঁধে দেয়,যেন তারা ডুবে না যায়।

তিনি বলেন, “আমাদের কোনো কারণ ছাড়াই ধরে এনে মারধর করে নদীতে ফেলে দেওয়া হয়। এরপর আমরা সারা রাত নদীর পানিতে ভেসে ভোরে এই পারে এসে পৌঁছাই।”

ঘটনার বিষয়ে জানতে চাইলে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত ) ইসমত জাহান জানান, “মানবিক কারণে পরিবারটিকে রামগড় হাই স্কুলে বিজিবি ও পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তাদের খাবার, বিশ্রাম ও নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।”

খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, “আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছি। তারা প্রকৃতপক্ষে ভারতীয় নাগরিক কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এর আগে চলতি মাসের ৬ মে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়েও বিএসএফ ৮১ জনকে পুশ-ইন করেছিল বলে জানা যায়।

আরো খবর

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে প্রেসক্লাব চৌগাছা ও চৌগাছা রিপোর্টার্স ক্লাবের মানববন্ধন
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে প্রেসক্লাব চৌগাছা ও চৌগাছা রিপোর্টার্স ক্লাবের মানববন্ধন
গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
খাগড়াছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
খাগড়াছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
যুব দিবস উপলক্ষে শ্যামনগরে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
যুব দিবস উপলক্ষে শ্যামনগরে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
জামালপুর জেলা যুবদলের আয়োজনে আরাফাত রহমান কোকোর ৫৬ তম জন্মদিন পালন
জামালপুর জেলা যুবদলের আয়োজনে আরাফাত রহমান কোকোর ৫৬ তম জন্মদিন পালন
গোপালগঞ্জে আরাফাত রহমান কোকো’র ৫৬তম জন্মবার্ষিকী পালন
গোপালগঞ্জে আরাফাত রহমান কোকো’র ৫৬তম জন্মবার্ষিকী পালন
পবিপ্রবিতে টায়ার জ্বালিয়ে এ্যানিমেল হাজবেন্ড্রি শিক্ষার্থীদের বিক্ষোভ
পবিপ্রবিতে টায়ার জ্বালিয়ে এ্যানিমেল হাজবেন্ড্রি শিক্ষার্থীদের বিক্ষোভ
নন্দিত গণমানুষের নেতা গাইবান্ধার আব্দুর রশীদ সরকার
নন্দিত গণমানুষের নেতা গাইবান্ধার আব্দুর রশীদ সরকার