রনি হোসেন, কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুরে রাজনীতির চিত্র যেন “গাছে গাছে পেরেক গেঁথে দেওয়া” এ যেনো প্রকাশ্যে পরিবেশ হত্যার মহোৎসব চলছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এলাকায় এখন এক ধরনের প্রচারণার হিড়িক লেগেছে।
প্রতিটি গ্রাম,হাটবাজার, ইউনিয়ন পরিষদ চত্বর, এমনকি রাস্তার দুই ধারে থাকা গাছেও ঠুকে দেওয়া হচ্ছে লোহার পেরেক।সেই পেরেকেই ঝোলানো হচ্ছে পোস্টার, ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন প্রচারণার সামগ্রী।
সরেজমিন ঘুরে দেখা যায়,কেশবপুরে কেন্দ্রীয় সাবেক ছাত্রদলের সভাপতির আগমনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বেড়েছে।এতে স্থানীয় নেতারা শুভেচ্ছা জানিয়ে ব্যানার টাঙ্গিয়েছেন।গাছে গাছে,সড়কের মোড়ে মোড়ে ঝুলছে রঙিন ফেস্টুন।এ যেন এক প্রতিযোগিতা,কার ফেস্টুন বেশি চোখে পড়বে নেতার সামনে। তবে এতে পরিবেশের ক্ষতি নিয়েও উঠছে সমালোচনা।
দীর্ঘদিন ধরে একইভাবে প্রচারণা চলতে থাকলে কেশবপুরের সড়কঘেঁষা বৃক্ষরাজি ধ্বংসের মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকার পরিবেশ সচেতন সমাজ।
স্থানীয়দের মতে,নির্বাচনের সময় রাজনৈতিক নেতাকর্মীরা পোস্টার টাঙ্গানোর জন্য জায়গার অভাব দেখিয়ে গাছকেই সহজ মাধ্যম হিসেবে ব্যবহার করেন। অথচ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী,গাছে পেরেক ঠুকে কোনো ব্যানার বা পোস্টার ঝোলানো দণ্ডনীয় অপরাধ। কিন্তু বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলো কোনো ধরনের নিয়ম মানছে না। এ ব্যাপারে পৌর প্রশাসন বা উপজেলা প্রশাসন ও কোন উদ্যেগ নেইনী।
কেশবপুরের পরিবেশকর্মীরা বলছেন,গাছ প্রকৃতির সম্পদ,মানুষের জীবনের জন্য অপরিহার্য। অথচ ভোটের রাজনীতিকে সর্বত্র ছড়িয়ে দিতে গিয়ে রাজনৈতিক দলগুলো প্রকৃতির প্রতি অমানবিক আচরণ করছে। চাইলে ইউনিয়ন পরিষদ চত্বর বা নির্দিষ্ট প্রচারণাস্থলে ব্যানার-পোস্টার ঝোলানো সম্ভব,কিন্তু গাছে পেরেক মারা একেবারেই অযৌক্তিক ও ক্ষতিকর।
সচেতন মহল প্রশাসন ও নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি,পরিবেশ ধ্বংসের এই প্রবণতা রোধ না করলে রাজনীতির পেরেকে কেশবপুরসহ সমগ্র অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্যকে বিপদের মুখে ঠেলে দেবে।