যশোর প্রতিনিধি :: যশোর জেলা গোয়েন্দা শাখা ( ডিবি )পুলিশের অভিযানে ৩টি বার্মিজ চাকুসহ ৪জন চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার হয়েছে।এ সংক্রান্তে এ এস আই আমিরুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেনছেন বলে জানা গেছে।
মঙ্গলবার ( ৫ সেপ্টেম্বর ) যশোর কোতয়ালী থানাধীন যশোর টু নড়াইল মহাসড়কের নিলগঞ্জ ব্রিজের উপর হতে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ।এসময় তাদের কাছে থাকা ৩টি বার্মিজ চাকু উদ্ধার হয়।
গ্রেফতারকৃতরা হলো যশোর সদরের বালিয়াডাঙ্গা মাঠ পাড়া এলাকার জিএম কওসার এর ছেলে মোঃ মামুন (২৭), হামিদপুর চানপাড়া এলাকার হাসান মোল্লার ছেলে আব্দুল হামিদ ( ৩০ ),বারান্দিপাড়া ফুলতলার টিপুর বাড়ির ভাড়াটিয়া আহম্মদ আলীর ছেলে রিপন( ২৩) ও বারান্দীপাড়া কবরস্থান এলাকার শরিফুল উসলামের ছেলেমেহেদী হাসান( ২৩) ওরফে রাজাবাবু।
যশোর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )রুপণ কুমার ৪ ছিনতাইকারী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক অস্ত্র,বিষ্ফোরক,মাদক ও ডাকাতি মামলা রয়েছে।