শার্শা প্রতিনিধি :: যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার ( ১৩ অক্টোবর ) রাতে যশোর-কলকাতা মহাসড়কের গদখালী কোল্ডস্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শার্শা উপজেলার পশ্চিম কোটা গ্রামের মুনসুর আলী ছেলে আলমগীর হোসেন (৪৫) এবং সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বিখালী গ্রামের মশিউর রহমানের ছেলে মেহেদি হাসান মিলন (৩৫)।
নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার শেষে মর্গে প্রেরন করা হয়েছে। তবে ঘাতক ট্রাক এবং এর চালকের সন্ধান এখনো মেলেনি।
প্রত্যক্ষদর্শীদের দেওয়া ঘটনার বর্ননায় সন্ধ্যার কিছু পর মোটর সাইকেল যোগে দুই যুবক বেনাপোলের দিকে যাচ্ছিলেন, এসময় যশোরমুখী একটি দ্রুতগামী ট্রাক গদখালী এলাকায় তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই ঐ দুই যুবক মারা যান। স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।