ফুটবলারদের পুরস্কৃত করার ক্ষেত্রে এক অভিনব রীতি তৈরি করেছে নরওয়ের ফুটবল ক্লাব ব্রাইন এফকে।সোমবার (২১এপ্রিল)নরওয়ের শীর্ষ লিগ এলিটসেরিয়েনের হেগসুন্দের বিপক্ষে ৩-১ গোলে জয় পায় ব্রাইন এফকে।
দলের হয়ে পেনাল্টি থেকে প্রথম গোল করা এবং পুরো ম্যাচে দুর্দান্ত খেলা ডিফেন্সিভ মিডফিল্ডার ২৭ বছর বয়সী অ্যাক্সেল ক্রাইগার জেতেন ম্যাচসেরার পুরস্কার।পুরস্কার হিসেবে ক্রাইগারের হাতে তুলে দেওয়া হয় একটি ফুটফুটে সাদা একটি ভেড়ার বাচ্চা।
ম্যাচসেরার পুরস্কার হিসেবে পাওয়া সেই ভেড়ার বাচ্চা কোলে ক্রাইগারের ছবি ব্রাইন এফকে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পরেই তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
গত মাসে ম্যাচসেরার পুরস্কার হিসেবে চার ট্রে ডিম দিয়েছিল ক্লাবটি।এ মাসের শুরুতে দেওয়া হয়েছে কয়েক কার্টন দুধ। এবার ম্যাচসেরার পুরস্কার হিসেবে একটি আস্ত ভেড়ার বাচ্চা দিয়েছে নরওয়ের এই ক্লাব।
ম্যাচসেরার পুরস্কার হিসেবে ফুটবলারদের এমন পুরস্কার দেওয়ার কারণ হিসেবে ব্রাইন এফকে জানিয়েছে, ম্যাচসেরা খেলোয়াড়কে এমন একটি স্মৃতি উপহার দিতে চায় যা তিনি আজীবন মনে রাখবেন এবং যা ভক্ত-সমর্থকদেরও আনন্দ দেবে।
এছাড়া এটি বিশ্ব ফুটবলে ক্লাবের একটি অনন্য পরিচিতি গড়ে তোলার প্রয়াস। ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ডের শৈশবের ক্লাব হিসেবে কিছুটা পরিচিতি থাকলেও, ১৯২৬ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি নিজেদের স্বতন্ত্র পরিচয় তৈরি করতে চায়।
তারা মনে করছে,এই ধরনের ব্যতিক্রমী পুরস্কার সহজেই সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করবে এবং ক্লাবের পরিচিতি বাড়াবে।