রায়হান উদ্দিন সরকার ( ময়মনসিংহ )জেলা প্রতিনিধি :: মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও নিত্যপণ্যের বাজারমূল্য সঠিক রাখার দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার ( ২৭ ফেব্রুয়ারি ) শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউএনও এম সাজ্জাদুল হাসান। সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার আবুবক্কর সিদ্দিক।
বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিস মাহফুজ ইবনে আয়ুব, গৌরীপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃমতিউর রহমান মাস্টার,ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাওলানা কামরুল হাসান,সাধারণ কেয়ারটেকার মাওলানা মোঃ শহিদুল্লাহ, হাফেজ শফিউল আলম, হাফেজ আব্দুল গণি, মাওলানা মোঃ আইন উদ্দিন,মাওলানা আবু সাঈদ, মাওলানা মোঃ আল আমিন, মাওলানা মোঃ ইউসুফ আলী, মাওলানা মোঃহেলাল উদ্দিন,মাওলানা মোঃ আলিম উদ্দিন প্রমুখ।