যশোর আজ রবিবার , ২৭ জুলাই ২০২৫ ১৩ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

মাদককান্ডে বিএডিসির পরিচালক কারাগারে

প্রতিবেদক
Jashore Post
জুলাই ২৭, ২০২৫ ৬:১৪ অপরাহ্ণ
মাদককান্ডে বিএডিসির পরিচালক কারাগারে
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

চন্দন মিত্র ( দিনাজপুর ) জেলা প্রতিনিধি :: দিনাজপুরে অবৈধ মাদক সেবনরত অবস্থায় এলাকায় শান্তিভঙ্গসহ জনসাধারণের জনবিরক্তি সৃষ্টি করার অপরাধে বিএডিসির পরিচালক ডঃমোঃ মোজাফফর হোসেন কে(৫৪) আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫জুলাই )সকাল সাড়ে দশটায় দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের আমইর গ্রামের সাইদুর নামে এক ব‍্যক্তির বসত বাড়ির পূর্ব -দক্ষিন পার্শ্বের ঘড়ের ভিতর থেকে অবৈধ মাদক সেবনের সরঞ্জামসহ মোঃ মোজাফ্ফর হোসেনকে গ্রেপ্তার করা হয়।এসময় তার সংগে নেশার আশরে সঙ্গ দেয়া ২থেকে ৩জন ব‍্যক্তি সুকৌশলে পালিয়ে যায়।এ সময় তার কাছ থেকে মাদক সেবনের কাজে ব‍্যবহৃত ২টি গ‍্যাস লাইট,৩টি রাংতা কাগজ উদ্ধার হয়।

ডঃমোঃ মোজাফ্ফর হোসেন বিএডিসির( বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন )পরিচালক এব‍্ং পাবনা জেলার বেড়া থানার অর্ন্তগত পাঁচুরিয়া গ্রামের মৃত ময়নাল হকের ছেলে।বর্তমানে তিনি বিএডিসির উদ‍্যান উন্নয়ন বিভাগের ব‍্যবস্থাপক-১( উদ‍্যান )হিসেবে ঢাকায় কর্মরত।


ধৃত মোজাফ্ফর হোসেনকে জিজ্ঞাসাবাদে সে তার সংগে থাকা পলাতক ব‍্যক্তিদের চিনে না বলে জানায় এবং নিয়মিত মাদক সেবনের কথা স্বীকার করেন।এরপর তাকে প্রাথমিক চিকিৎসার জন‍্য দিনাজপুর ২৫০ শয‍্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব‍্যরত চিকিৎসক তার স্বাস্থ‍্য পরীক্ষা করে মাদক সেবনের বিষয়টি নিশ্চিত করে মতামত দেন।

নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব‍্য সেবনের ঘটনায় তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব‍্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫)ধারায় মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়।

তার জামিন আবেদন করলে,সিনিয়র জুডিসিয়াল আমলী আদালতের বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়,মোবাইল ১ ডিউটি করা কালে দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের আমইর গ্রামে কতিপয় ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় এলাকায় শান্তিভঙ্গসহ জনবিরক্তি সৃষ্টি করতেছে এমন সংবাদ পেলে ঊর্ধতন কর্তৃপক্ষকে অবগত করে মোবাইল ১এর ডিউটিতে নিয়োজিত কতোয়ালি থানার এস আই কাজী যুবরাজ হোসেনসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে উপরোক্ত আসামিকে নেশাগ্রস্থ অবস্থায় নেশার সরঞ্জামসহ আটক করা হয়।এসময় তার সঙ্গে থাকা দুই তিনজন সুকৌশলে সেখান থেকে পালিয়ে যায় ।

কতোয়ালি থানার অফিসার ইন চার্জ মোঃ নুরুজ্জামান বিজয়টি নিশ্চিত করে বলেন আসামিকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়।মেডিক্যাল পরীক্ষা করে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে ।

সর্বশেষ - সারাদেশ