বেনাপোল প্রতিনিধি :: বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সহযোদ্ধা বেনাপোলের কৃতি সন্তান মোঃ আব্দুল্লাহ(২৬) দীর্ঘ তিন মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রজিউন।
সে বেনাপোল পোর্টথানাধীন বড় আঁচড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে ও সরকারী শহীদ সোরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী।
বৃহষ্পতিবার ( ১৪ নভেম্বর ) সকালে ঢাকার সি এম এস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল্লাহ মৃত্যুবরন করে। এর আগে গত ৫ই আগস্ট আব্দুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিলে মাথায় গুলিবিদ্ধ হন।
আব্দুল্লার নামাজে জানাজা ১৫ নভেম্বর শুক্রবার সকাল ১০.৩০ মিনিটে বেনাপোল বলফিল্ড ময়দানে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেনাপোলের প্রতিনিধি আসাদুল্লাহ আল গালিব।
নামাজে জানাযায় বেনাপোলের সকল ধর্মপ্রান মুসলিমভাই ও ছাত্র-জনতাকে শরিক হওয়ার জন্য আহবান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেনাপোল পৌরসভার প্রতিনিধিরা।