সর্বশেষ খবরঃ

মাছের খাদ্য হিসেবে কেশবপুরে ব্যবহার হচ্ছে ‘চুনে শ্যাওলা’

মাছের খাদ্য হিসেবে কেশবপুরে ব্যবহার হচ্ছে ‘চুনে শ্যাওলা’
মাছের খাদ্য হিসেবে কেশবপুরে ব্যবহার হচ্ছে ‘চুনে শ্যাওলা’

রনি হোসেন,কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুরে মাছ চাষে প্রাকৃতিক শ্যাওলা ব্যবহার করে সফল হচ্ছেন ঘের মালিকরা। তারা বিল ও জলাশয় থেকে ‘পাটা শ্যাওলা, চুনে শ্যাওলা, চিকুন শ্যাওলা’ সংগ্রহ করে মাছকে খাদ্য হিসেবে দিচ্ছেন। এতে মাছ দ্রুত বৃদ্ধি পাচ্ছে, সতেজ থাকছে এবং রোগবালাই থেকেও রক্ষা পাচ্ছে। একই সঙ্গে বাণিজ্যিক খাদ্যের খরচও উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, কেশবপুরে বর্তমানে ৪ হাজার ৬৫৮টি মাছের ঘের রয়েছে। ঘের মালিকরা জানান, শ্যাওলা ব্যবহারে মাছ প্রাকৃতিক স্বাদে বেড়ে ওঠে এবং পরিবেশেরও কোনো ক্ষতি হয় না। বরং বিল ও জলাশয়ের দেশি প্রজাতির জন্যও অনুকূল পরিবেশ তৈরি হয়।

সরেজমিন উপজেলার বিভিন্ন বিল এলাকায় দেখা যায়, সকাল থেকেই ঘেরের লোকজন পাটা নামে এক প্রকার চিকন শ্যাওলা সংগ্রহ করছেন। ভোগতী নরেন্দ্রপুরের বিল থেকে শ্যাওলা সংগ্রহ করছিলেন হাবাসপোল এলাকার ঘের ব্যবসায়ী আবদুর রহমান। তিনি বলেন, ঘেরের মাছ মোটাতাজাসহ রোগ-বালাই থেকে রক্ষা করতে শ্যাওলা খুবই উপকারী।

কপোতাক্ষ নদ থেকে থেকে শ্যাওলা সংগ্রহ করেন ত্রিমোহিনী এলাকার শংকর পাল ও আয়ুব আলী। তারা বলেন, ঘের মালিকরা মাছ চাষে বিলের শ্যাওলা ব্যবহার করায় তারা প্রতিদিন কাজ পাচ্ছেন। তাঁরা প্রতিদিন নদ থেকে এই চুনে শ্যাওলা সংগ্রহ করে আলমসাধু গাড়ি প্রতি ৯০০ টাকা থেকে হাজার টাকা পযন্ত ব্রিক্রয় করে থাকেন বলেও জানান।

ঘের ব্যবসায়ী আবদুর রাজ্জাক বলেন, শ্যাওলা মাছকে রোগমুক্ত রাখে এবং সুস্বাদু করে তোলে। অন্যদিকে স্থানীয় শ্রমজীবীরাও প্রতিদিন শ্যাওলা সংগ্রহের কাজে যুক্ত হয়ে উপার্জনের সুযোগ পাচ্ছেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস জানান, শ্যাওলা মাছের অত্যন্ত পুষ্টিকর খাদ্য। এ পদ্ধতি পরিবেশবান্ধব, টেকসই এবং উৎপাদন বৃদ্ধির পাশাপাশি স্থানীয় মানুষের আয়-রোজগার বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরো খবর

চাঁপাইনবাবগঞ্জবাসীর দায়িত্ব থেকে একধাপ পিছু হব নাঃবুলবুল
চাঁপাইনবাবগঞ্জবাসীর দায়িত্ব থেকে একধাপ পিছু হব নাঃবুলবুল
দেশকে এগিয়ে নিতে খেলাধুলাকেও গুরুত্ব দিতে হবেঃআজিজুল বারী হেলাল
দেশকে এগিয়ে নিতে খেলাধুলাকেও গুরুত্ব দিতে হবেঃ আজিজুল বারী হেলাল
দুমকির মুরাদিয়ায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন
দুমকির মুরাদিয়ায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন
এমপি না হলেও হাতিয়ার মানুষকে ছেড়ে যাবো নাঃ তানভীর
এমপি না হলেও হাতিয়ার মানুষকে ছেড়ে যাবো নাঃ তানভীর
খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত
দুমকিতে বিএনপির নেতাকর্মীদের সাথে আলতাফ চৌধুরীর মতবিনিময়
দুমকিতে বিএনপির নেতাকর্মীদের সাথে আলতাফ চৌধুরীর মতবিনিময়
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল সমাবেশ
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল সমাবেশ