যশোর আজ বৃহস্পতিবার , ১ মে ২০২৫ ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

মহান মে দিবস আজ

প্রতিবেদক
Jashore Post
মে ১, ২০২৫ ১০:৩৭ পূর্বাহ্ণ
মহান মে দিবস আজ
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

মহান মে দিবস আজ। মাঠে-ঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন।

দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি পেতে ১৮৮৬ সালের এদিন বুকের রক্ত ঝরিয়েছিলেন শ্রমিকরা। মহান মে দিবস ২০২৫-এর এবারের প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’।

১৮৮৬ সালের এদিন শ্রমিকরা আট ঘণ্টা কাজের দাবিতে যুক্তরাষ্ট্রের সব শিল্পাঞ্চলে ধর্মঘটের ডাক দিয়েছিলেন। সেই ডাকে শিকাগো শহরের তিন লাখেরও বেশি শ্রমিক কাজ বন্ধ রাখেন। শ্রমিক সমাবেশকে ঘিরে শিকাগো শহরের হে মার্কেট রূপ নেয় লাখো শ্রমিকের বিক্ষোভসমুদ্রে।

এক লাখ ৮৫ হাজার নির্মাণ শ্রমিকের সঙ্গে আরও বহু বিক্ষুব্ধ শ্রমিক লাল ঝাণ্ডা হাতে সমবেত হন সেখানে। বিক্ষোভের একপর্যায়ে পুলিশ শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি চালালে অন্তত ১০ শ্রমিক প্রাণ হারান।

হে মার্কেটের ওই শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। গড়ে ওঠে শ্রমিক-জনতার বৃহত্তর ঐক্য। অবশেষে তীব্র আন্দোলনের মুখে শ্রমিকদের দৈনিক আট ঘণ্টা কাজের দাবি মেনে নিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র সরকার।

১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর রক্তঝরা অর্জনকে স্বীকৃতি দেওয়া হয়। ওই ঘটনার স্মারক হিসেবে ১ মে ‘আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। ১৮৯০ সাল থেকে প্রতি বছর দিবসটি বিশ্বের বিভিন্ন দেশ ‘মে দিবস’ হিসাবে পালন করতে শুরু করে।

১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য এবং দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকেরা যে আত্মাহূতি দিয়েছিলেন, তাদের সে আত্মত্যাগের সম্মানে বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

দিবসটির গুরুত্ব তুলে ধরে সব গণমাধ্যম বিভিন্ন লেখা প্রকাশ ও অনুষ্ঠান প্রচার করবে। মহান মে দিবসে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে জাতীয় ছুটির দিন।

দিবসটির আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্বজুড়ে শ্রমিক শ্রেণির মাঝে ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে। মালিক-শ্রমিক সম্পর্কে এই দিবসের তাৎপর্য ও প্রভাব সুদূরপ্রসারী। এর ফলে শ্রমিকদের দৈনিক কাজের সময় নেমে আসে আট ঘণ্টায়।

দিবসটি উপলক্ষে এক বাণীতে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিক-মালিক সুসম্পর্কের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে মে দিবসের গুরুত্ব অপরিসীম। এ বছর মে দিবসের প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’ আমাদের দেশের টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

শ্রমিক ও মালিক পরস্পরের পরিপূরক, আর তাদের যৌথ প্রচেষ্টাই একটি শক্তিশালী, আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

তিনি আরও বলেন, বাংলাদেশের পোশাক খাত, কৃষি, শিল্প, নির্মাণ, পরিবহন, প্রযুক্তি—প্রতিটি খাতের উন্নতির পেছনে রয়েছে শ্রমিক এবং মালিকের মেধা ও প্রাণান্তকর পরিশ্রম। এ দেশকে নতুন করে গড়ে তুলতে হলে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সুদৃঢ় করতে হবে।

আমরা যদি ঐক্য ও সহযোগিতার ধারা অব্যাহত রাখি, তাহলে জুলাই-আগস্টের ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন শুধু স্বপ্ন নয়, বাস্তব হয়ে উঠবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম শাখার এক স্মারকে শ্রমিককে চাকরিচ্যুতি, ছাঁটাই এবং মহান মে দিবসে কারখানা বন্ধ রাখার প্রসঙ্গে বলা হয়েছে, ‘যৌক্তিক কারণ এবং শ্রম আইনের প্রতিপালন ব্যতীত শ্রমিক চাকরিচ্যুত বা ছাঁটাই করা যাবে না।

এক্ষেত্রে শ্রমিক চাকরিচ্যুত বা ছাঁটাই করার আগে স্থানীয় প্রশাসন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর, শিল্পাঞ্চল পুলিশ এবং বিজিএমইএ’র ছাড়পত্র গ্রহণ করতে হবে।

শ্রম আইন মেনে শ্রমিককে চাকরিচ্যুত বা ছাঁটাই করা না হলে, মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত ৮ এপ্রিল অনুষ্ঠিত আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি বিষয়ক টিসিসি)-এর ২০তম সভার এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভার সিদ্ধান্তগুলো প্রতিপালন ও বাস্তবায়ন করার জন্য নির্দেশক্রমে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়।

মে দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের এই মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

মে দিবস উপলক্ষে সকালে সরকারি উদ্যোগে র‍্যালি অনুষ্ঠিত হবে। জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহত শ্রমিকদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এবারের মহান মে দিবসের অনুষ্ঠানমালা সাজানো হয়েছে।

এছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে দিবসটি উপলক্ষে জাতীয় পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় বিশেষ বিজ্ঞাপন প্রচার করা হবে। দিবসটির গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশনে বিশেষ অনুষ্ঠান, বিশেষ সাক্ষাৎকার প্রচার করা হবে।

মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল পর্যায়ে রচনা ও প্রবন্ধ লেখার ওপরে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হবে।

মহান মে দিবসের প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’ এসএমএস সব মোবাইল ফোন গ্রাহকের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত
বীরগঞ্জে সরস্বতীপুর একাডেমীর উদ‍্যোগে শিক্ষা উপবৃত্তি প্রদান

বীরগঞ্জে সরস্বতীপুর একাডেমীর উদ‍্যোগে শিক্ষা উপবৃত্তি প্রদান

ঈদের নামাজের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ-যশোর পোস্ট

ঈদের নামাজের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে নৌকা থেকে পড়ে তরুণ নিখোজ গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদে ইঞ্জিনচালিত নৌকা থেকে পড়ে কামরুল ইসলাম (১৮) নামে এক তরুণ নিখেঁাজ হয়েছেন। নিখেঁাজ কামরুল ইসলাম উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের হরিচণ্ডী গ্রামের রমজান আলীর ছেলে। শুক্রবার (২৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ব্রহ্মপুত্র নদের কাউয়াবাধা এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে ঘটনাস্থলে নদীর স্রোত বেশি থাকায় বিকেল ৪টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শারীরিকভাবে অসুস্থ ছিল কামরুল। গাইবান্ধা শহরে ডাক্তার দেখানোর জন্য সকাল সাড়ে ৯টার দিকে হরিচণ্ডী ঘাট থেকে ৩০-৪০ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা বালাসীঘাটে যাচ্ছিল। এ সময় নৌকাটি কাউয়া বাধা এলাকায় আসলে হঠাৎ করে নৌকা থেকে নদীতে পড়ে কামরুল ইসলাম নিখেঁাজ হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তঁাকে উদ্ধারে চেষ্টা চালায়। কিন্তু তঁার কোনো সন্ধান মেলেনি। পরে তঁারা বিষয়টি ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে জানায়। ফুলছড়ি ফায়ার সার্ভিসের টিম লিডার কাজল মিয়া এ প্রতিনিধিকে বলেন, কামরুলকে উদ্ধারে ব্রহ্মপুত্র নদে ফুলছড়ি ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ, থানা-পুলিশ ও রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। ঘটনাস্থলে নদীর পানি ১৫–২০ ফুট গভীরতা রয়েছে। সেই সঙ্গে নদীতে অনেক স্রোত রয়েছে। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, স্রোতের পানিতে মরদেহ অনেক দূরে ভেসে গেছে। এ কারণে তঁাকে উদ্ধারে অনেক বেগ পেতে হচ্ছে। শেষ পর্যন্ত তঁাকে উদ্ধার করা সম্ভব না হওয়ায় বিকেল ৪টার দিকে উদ্ধার অভিযান শেষ করেছি। ছবি সংযুক্ত মোঃআঃখালেক মন্ডল প্রতিনিধি সাবেক সাধারণ সম্পাদক জাতীয় সাংবাদিক সংস্হা ও সদস্য প্রেসক্লাব গোবিন্দগঞ্জ,গাইবান্ধা। 24/05/2024 01721213779 Khalakgobi@gmail.com গাইবান্ধার তিন উপজেলায় জামানত হারাচ্ছেন ২৮ প্রার্থী গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ প্রতিনিধিঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয়ধাপে গেল মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত হয়েছে গাইবান্ধার তিন উপজেলা (গাইবান্ধা সদর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ) পরিষদের নির্বাচন। এ নির্বাচনে ওই তিন উপজেলায় ১৫ জন চেয়ারম্যান, ১৬ জন ভাইস-চেয়ারম্যান ও ১৭ জন মহিলা ভাইস-চেয়ারম্যানসহ মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনের বিধি অনুযায়ী প্রদত্ত ভোটের ১৫ শতাংশ না পাওয়ায় ৮ জন চেয়ারম্যান, ৯ জন ভাইস-চেয়ারম্যান ও ১১ জন মহিলা ভাইস-চেয়ারম্যানসহ মোট ২৮ জন প্রার্থী জামানত হারাচ্ছেন। তিন উপজেলার সহকারী রিটার্নিং অফিসার স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। নির্বাচনী বিধি অনুযায়ী, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য একজন প্রার্থীকে নির্বাচন কমিশনের (ইসি) অনুকূলে এক লাখ টাকা জমা দিতে হয়। আর ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য জমা দিতে হয় ৭৫ হাজার টাকা। নির্বাচনী এলাকার প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ভোট যদি কোনো প্রার্থী না পান, তাহলে তার জামানত বাজেয়াপ্ত হবে। সে অনুযায়ী জামানত বাজেয়াপ্ত হচ্ছে গাইবান্ধার তিন উপজেলার ২৮ জন প্রার্থীর। সহকারী রিটার্নিং অফিসারদের সই করা প্রাথমিক বেসরকারি ফলাফলে দেখা যায়, গাইবান্ধা সদর উপজেলার ১৬৩টি কেন্দ্রে ৩ লাখ ৮৬ হাজার ৫৯৯ ভোটের মধ্যে চেয়ারম্যান পদে মোট প্রদত্ত (কাস্টিং) ভোটের সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৪৫১। শতকরা হিসেবে যা ৩৮.১৪ শতাংশ। এর মধ্যে মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৪২ হাজার ৫৩৭ এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ৪ হাজার ৯১৪। ইসির বিধি মোতাবেক, জামানত রক্ষার জন্য প্রদত্ত (কাস্টিং) ভোটের ১৫ শতাংশ অনুযায়ী প্রত্যেক প্রার্থীদের পেতে হতো ২২ হাজার ১১৮ ভোট। সে মোতাবেক চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল হামিদ মিয়া (আনারস) প্রতীকে ২৫৭ ভোট, মো. নূর-এ-হাবীব (টেলিফোন) ৪ হাজার ৯৫৭, মো. মকদুবর রহমান সরকার (হেলিকপ্টার) ৭৭৭ ও মো. মাজেদুল ইসলাম রিবন (ঘোড়া) প্রতীকে ৯৯০ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন। আর ৫৪ হাজার ৭৯৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. আমিনুর জামান রিংকু (দোয়াত-কলম)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইস্তেকুর রহমান সরকার (কাপ-পিরিচ) পেয়েছেন ৪৮ হাজার ৯৪৪ এবং মো. শাহ আহসান হাবীব রাজীব (মোটর সাইকেল) প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ৮১৬ ভোট। এছাড়া ভাইস-চেয়ারম্যান পদে কাস্ট হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৪৪৮ ভোট। শতকরা হিসেবে যা ৩৮.১৪ শতাংশ। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ৭৯৪ এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ৮ হাজার ৬৫৪। জামানত রক্ষার জন্য প্রার্থীদের পেতে হতো ২২ হাজার ১১৭ ভোট। সে অনুযায়ী, ভাইস চেয়রম্যান প্রার্থী মো. আব্দুর রাজ্জাক (উড়োজাহাজ) প্রতীকে ১২ হাজার ৯১১ ভোট, মো. আল আমিন রুহুল (তালা) প্রতীকে ১১ হাজার ৭২২, মো. নিজাম উদ্দিন খঁান (মাইক) প্রতীকে ৭ হাজার ৪৯০, মো. মাহমুদুর রহমান (বৈদ্যুতিক বাল্ব) প্রতীকে ১৬ হাজার ৪১৯, মো. মিলন হোসেন (বই) প্রতীকে ১০ হাজার ৯০৮ ও সনজীবন কুমার দেব (টিয়া পাখি) প্রতীকে ১৩ হাজার ৬৩১ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন। আর ৩৭ হাজার ৩৭১ ভোট পেয়ে ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম মিলন (চশমা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শরিফুল ইসলাম সনজু (টিউবওয়েল) পেয়েছেন ২৮ হাজার ৩৪২ ভোট। সেইসাথে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে কাস্ট হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩২ ভোট। শতকরা হিসেবে যা ৩৮.০৩ শতাংশ। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ১১৭ এবং বাতিলকৃত ভোট ৬ হাজার ২৩৮। জামানত রক্ষার জন্য প্রার্থীদের পেতে হতো ২২ হাজার ৫৫ ভোট। সে মোতাবেক, মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী মোছা. তাসলিমা সুলতানা স্মৃতি (ফুটবল) প্রতীকে ১১ হাজার ১২৪, মোছা. পারুল (বৈদ্যুতিক পাখা) ৩ হাজার ৯৯৫, মোছা. রওশন আরা মুক্তি (সেলাই মেশিন) ৪ হাজার ৭৮১, মোছা. শিল্পী খাতুন (প্রজাপতি) ১৫ হাজার ২৯৪ ও মোছা. হাছিনা বেগম (কলস) প্রতীকে ৬ হাজার ৮৯৬ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন। আর ৯৯ হাজার ৮৭ ভোট পেয়ে মহিলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোছা. মোর্শেদা বেগম (পদ্ম ফুল)। এদিকে; পলাশবাড়ী উপজেলায় মোট ভোটার ২ লাখ ২৩ হাজার ২০৯ জন। এ উপজেলার ৮৩টি ভোট কেন্দ্রে চেয়ারম্যান পদে ভোট পড়েছে ৬৭ হাজার ২৯৩। এর মধ্যে মোট বৈধ ভোটের সংখ্যা ৬৪ হাজার ৬৪৪ এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ২ হাজার ৬৪৯। ইসির বিধি অনুযায়ী, জামানত রক্ষার জন্য প্রদত্ত (কাস্টিং) ভোটের ১৫ শতাংশ অনুযায়ী প্রত্যেক প্রার্থীদের পেতে হতো ১০ হাজার ৯৪ ভোট। সে মোতাবেক চেয়ারম্যান প্রার্থী মো. জরিদুল হক (কাপ-পিরিচ) প্রতীকে ৭ হাজার ৫১৯ ভোট, মো. তহিদুল আমিন মন্ডল সুমন (ঘোড়া) ৮ হাজার ৫৮, মো. নাজিবুর রহমান (আনারস) ৫ হাজার ৯৮১ এবং মো. শামিকুল ইসলাম সরকার (শালিক) প্রতীকে ৫ হাজার ৪১৭ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন। আর ১৯ হাজার ৫৯৫ ভোট পেয়ে আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ (মোটর সাইকেল)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. তৌহিদুল ইসলাম (দোয়াত-কলম) প্রতীকে ১৮ হাজার ৭৪ ভোট পেয়েছেন। অন্যদিকে; ভাইস-চেয়ারম্যান পদে কাস্ট হয়েছে ৬৭ হাজার ২৯৩ ভোট। এর মধ্যে বৈধ ভোট ৬৩ হাজার ৩৬৮ এবং বাতিল হয়েছে ৩ হাজার ৯২৫ ভোট। এ উপজেলায় ২৪ হাজার ৩০৬ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. আবু ফরহাদ মন্ডল (তালা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ এস এম রফিকুল ইসলাম মন্ডল রিপন (টিউবওয়েল) প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৭৮৪ ভোট এবং আবু রেজা মো. ফিরোজ কামাল চৌধুরী (চশমা) প্রতীকে ১৮ হাজার ২৭৮ ভোট পেয়েছেন। এছাড়া এ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট পড়েছে ৬৬ হাজার ৮১। এর মধ্যে বৈধ ভোট ৬২ হাজার ১৫৬ এবং বাতিল হয়েছে ৩ হাজার ৯২৫ ভোট। জামানত রক্ষার জন্য পেতে হতো ৯ হাজার ৯১২ ভোট। ফলে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জেএম হামিদা আক্তার চৌধুরী (সেলাই মেশিন) ৫ হাজার ১৬৮ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন। আর মোছা. আনোয়ারা বেগম (কলস) প্রতীকে ২১ হাজার ৯৫৮ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. রিক্তা বেগম (ফুটবল) প্রতীকে ১৭ হাজার ৮৬৭ এবং উম্মে কুলছুম (হঁাস) প্রতীকে ১৭ হাজার ১৬৩ ভোট পেয়েছেন। অপরদিকে; গোবিন্দগঞ্জ উপজেলার ১৭২টি ভোটকেন্দ্রে ৪ লাখ ৪৫ হাজার ৮০৫ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ১ লাখ ৭৬ হাজার ৫৯৮। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ৯৩ এবং বাতিলকৃত ভোট ৩ হাজার ৫০৫। এ উপজেলায় ৯১ হাজার ৪৮ ভোট ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. শাকিল আলম বুলবুল (আনারস)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল লতিফ প্রধান (মোটর সাইকেল) প্রতীকে পেয়েছেন ৮২ হাজার ৪৫ ভোট। এছাড়া ভাইস-চেয়ারম্যান পদে কাস্ট হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৫৯৮ ভোট। এর মধ্যে বৈধ ১ লাখ ৬৭ হাজার ২ এবং বাতিল হয়েছে ৯ হাজার ৫৯৬ ভোট। জামানত রক্ষার জন্য পেতে হতো ২৬ হাজার ৪৯০ ভোট। ফলে ভাইস চেয়ারম্যান প্রার্থী পাপন মিয়া (তালা) প্রতীকে ১০ হাজার ৭২৯ ভোট, মো. মাহাবুর রহমান (টিয়া পাখি) ১৫ হাজার ৬৫৩ এবং মো. মেসবাহ নাহিফুদ দৌলা (টিউবওয়েল) ১৭ হাজার ১২০ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন। এ উপজেলায় ৬৫ হাজার ৯৬৩ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. আব্দুল মতিন মোল্লা (চশমা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস-চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম সরকার (মাইক) পেয়েছেন ৫৭ হাজার ৫৩৭ ভোট। সেইসাথে এ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট পড়েছে ১ লাখ ৭৬ হাজার ৫৯৮। এর মধ্যে বৈধ ভোট ১ লাখ ৬৩ হাজার ৬৪৮ এবং বাতিলকৃত ১২ হাজার ৯৫০ ভোট। জামানত রক্ষার জন্য পেতে হতো ২৬ হাজার ৪৯০ ভোট। ফলে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী ফাতেমা খাতুন (ফুটবল) ১৭ হাজার ২৮১ ভোট, মোছা. আফরুজা খাতুন (হঁাস) ২৫ হাজার ৭৬৫, মোছা. মমতা বেগম (কলস) ২৩ হাজার ১, মোছা. সাকিলা বেগম (পদ্ম ফুল) ১২ হাজার ৯০৪ এবং মোছা. সাথী আক্তার (বৈদ্যুতিক পাখা) প্রতীকে ৫ হাজার ৪৩১ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন। আর ৪৫ হাজার ২১৪ ভোট পেয়ে মহিলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পাপিয়া রানী দাস পাখি (সেলাই মেশিন)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উম্মেজাহান (প্রজাপতি) প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৫২ ভোট। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ বলেন, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী মোট কাস্টিং ভোটের ১৫ শতাংশ ভোট পেলে নিয়ম অনুযায়ী জামানত ফিরে পাবেন। যদি ১৫ শতাংশের নিচে কেউ ভোট পান তাহলে তার জামানত বাজেয়াপ্ত হবে।

গোবিন্দগঞ্জে বিপুল পরিমাণ নেশা জাতীয় ইনজেকশনসহ গ্রেপ্তার-১

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা

চুয়াডাঙ্গায় বিজিবি ও পুলিশের পৃথক অভিযানে স্বর্ণবারসহ আটক-৫

চুয়াডাঙ্গায় বিজিবি ও পুলিশের পৃথক অভিযানে স্বর্ণবারসহ আটক-৫

ভারতের আগ্রাসনের বিরুদ্ধে হাতিয়ায় মোমবাতি প্রজ্বলন ও প্রতিবাদ সমাবেশ

ভারতের আগ্রাসনের বিরুদ্ধে হাতিয়ায় মোমবাতি প্রজ্বলন ও প্রতিবাদ সমাবেশ

ন্যানসি যুক্ত হলেন ‘ফ্যামিলি ক্রাইসিসএ

কণ্ঠশিল্পী ন্যানসি যুক্ত হলেন ‘ফ্যামিলি ক্রাইসিসএ

লিগ্যাসির স্বত্বাধিকারী রাফসানের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ

লিগ্যাসির স্বত্বাধিকারী রাফসানের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ

কুশিয়ারা নদীতে ভাসিয়ে দুই শিশুর লাশের খোঁজে ডুবুরিদল

কুশিয়ারা নদীতে ভাসিয়ে দেওয়া দুই শিশুর লাশের খোঁজে ডুবুরিদল

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় পর্যটক নিহত

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় পর্যটক নিহত