যশোর আজ বৃহস্পতিবার , ৩১ আগস্ট ২০২৩ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

ময়মনসিংহে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতিবেদক
Jashore Post
আগস্ট ৩১, ২০২৩ ১০:৫০ পূর্বাহ্ণ
সুন্দরগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

স্টাফ রিপোর্টার :: ময়মনসিংহের গৌরীপুরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো বোন।মারা যাওয়া শিশুরা হলো- মামুদনগর গ্রামের রিপন মিয়ার মেয়ে শ্রাবণী ( ৭ ) ও তার ভাই নুর ইসলামের মেয়ে মাইশা (৫)।

বুধবার ( ৩০ আগস্ট ) সন্ধ্যার পর উপজেলার বোকাইনগর ইউনিয়নের মামুদনগর গ্রামে ঘটনাটি ঘটে। বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মোক্তাদীর এতথ্য নিশ্চিত করেন।

আল মোক্তাদীর বলেন,গতকাল বিকেলের দিকে শ্রাবণী ও মাইশা বাড়িতেই খেলাধুলা করছিল।এক পর্যায়ে তারা বাড়ির পাশের পুকুর পড়ে যায়। সন্ধ্যার দিকে খোঁজাখোঁজি শুরু হলে মাইশাকে মৃত অবস্থায় পুকুরে ভাসতে দেখেন তার পরিবারের লোকজন। পরে তাকে উদ্ধার বাড়িতে নিয়ে আসা হয়।

এর কিছুক্ষণ পর খবর আসে মাইশার চাচাতো বোন শ্রাবণীর খোঁজে পাওয়া যাচ্ছে না। পরে শ্রাবণীকে খোঁজাখোঁজি করতে গিয়ে একপর্যায়ে তার জুতা পুকুর পাড়ে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারা পুকুরে নেমে শ্রাবণীর মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয়রা প্রশাসনকে ঘটনাটি জানায়।

গৌরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মাহমুদ হাসান জানান, শিশু দুটির পরিবারের অভিযোগ না থাকায় তাদের দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সর্বশেষ - সারাদেশ