সাগর কুমার বাড়ই :: ২০২৫-২০২৬ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় আভ্যন্তরীণ জলাভূমি , বর্ষাপ্লাবিত ধানক্ষেত ,প্লাবন ভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তির অংশ হিসেবে গত ২ রা সেপ্টেম্বর দুপুর ১২ টার দিকে উপজেলার ভূতিয়ার বিলে মাছের পোনা অবমুক্তকরা হয়।
তেরখাদার উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা উপস্থিত থেকে ভুতিয়ার বিলে মাছের পোনা অবমুক্ত করেন। এছাড়াও তিনি তেরখাদার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাছের পোনা বিতরণ করেন।
এ আগে তিনি সকাল ১১ টার দিকে উপজেলা সদরের চিত্রা মহিলা ডিগ্রী কলেজের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। মাছের পোনা অবমুক্তকরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ,সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃসাইদুজ্জামান ,উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার , উপজেলা সমাজসেবা অফিসার শেখ মনিরুজ্জামান , চিত্রা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমান , উপজেলা সমবায় অফিসার মোঃ মঞ্জুর কাদির , উপজেলা প্রাণি সম্পদ এক্সটেনশন অফিসার অমিত রায়।
এ দিনে ভূতিয়ার বিলে ২০০ কেজি এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় ২০৭ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।