হাসানুজ্জামান,বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোল পোর্টথানাধীন বারোপোতা গ্রামে অভিযান চালিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সদস্যরা ৩৬৫ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
শুক্রবার ( ২২ ডিসেম্বর ) সকালে যশোর ক্যাম্পের র্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে ঐ চার মাদককারবারীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো উত্তর বারোপোতা গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মোঃ আনিচুর রহমান ( ৪০ ),একই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে আব্দুল মালেক ( ৩২ ),মৃত চান্দালী মোড়লের ছেলে মোঃ ইয়ার আলী ( ২৯ ) ও পুটখালী গ্রামের রুহুল আমিন সরদারের ছেলে আরিফুল ইসলাম ( ৩৭ )।

উদ্ধারকৃত ফেন্সিডিল ও গ্রেফতারকৃতদের বেনাপোল পোর্টথানায় হস্তান্তরসহ তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়েছে বলে র্যাব সুত্র নিশ্চিত করেন।