হাসানুজ্জামান,বেনাপোল প্রতিনিধি :: যশোর-কোলকাতা মহাসড়কের বেনাপোল পৌর গেইট এলাকায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছে।নিহত চালক ওমর আলী (৪৫) সে শার্শা থানাধীন উলাশির বড়বাড়িয়া গ্রামের আলী কদরের ছেলে।
রোববার ( ১০ সেপ্টম্বর ) রাত সাড়ে ৭ টার দিকে বেনাপোলগামী লিজা পরিবহন ( যশোর জ ১১০০১৭) বাসের সাথে বিপরীতমুখী মোটরসাইকেল ( যশোর হ- ১২১৯১৭) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মারা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এই দূর্ঘটনায় অপর অজ্ঞাতনামা মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিসের গাড়ি যোগে আহতকে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তার অবস্থা আশঙ্কাজনক।
নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ ( ওসি ) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। সেই সাথে ঘাতক বাস ও নিহতের মোটরসাইকেল জব্দ করা হয়েছে। উক্ত ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।