যশোর আজ শুক্রবার , ১৬ সেপ্টেম্বর ২০২২ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

বেনাপোলে বিজিবির অভিযানে  মাদকদ্রব্য সহ গ্রেফতার-১

প্রতিবেদক
Jashore Post
সেপ্টেম্বর ১৬, ২০২২ ১২:৪০ অপরাহ্ণ
বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য সহ গ্রেফতার-১
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

সাহিদুল ইসলাম শাহীন:: বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ মোঃ সোহাগ মিয়া ওরফে বড়  বাবু ( ৩৫ ) নামের এক মাদক পাচারকারী গ্রেফতার হয়েছে।

বৃহস্পতিবার ( ১৫ সেপ্টেম্বর ) বিকালে বেনাপোল সদর কোম্পানী ক্যাম্পে ৪৯বিজিবি’র  এক প্রেসব্রিফিং এ যশোর অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকি এ তথ্য জানান।

প্রেস ব্রিফিং এ তিনি বলেন বেনাপোল-যশোর মহাসড়কে অবস্থিত ৪৯,বিজিবি’র আমড়াখালী চেকপোষ্টের নিকটবর্তী কাগজপুকুর নামক স্থান হতে নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ১০০( একশত ) বোতল ফেন্সিডিল,০৪( চার ) কেজি গাজা,৪৯৬৫( চার হাজার নয়শত পয়ষট্টি ) পিস ইয়াবা উদ্ধারসহ ঐ মাদকারবারীকে আটক করে বিজিবি।

এ সময় একটি কালো রং এর প্রাইভেটকারও জব্দ করা হয়।প্রাইভেটকারে থাকা অন্য দুই মাদক কারবারী বিজিবি’র অবস্থান টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

বিজিবি’র গোপণ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে সুবেদার মোঃ আহসান উল্লাহ এর নেতৃত্বে একটি টহলদল বেনাপোল পোর্টথানাধীন কাগজপুকুর নামক স্থানে অভিযান চালিয়ে বেনাপোল-যশোর গামী নম্বর প্লেটবিহীন একটি প্রাইভেট কার আটক করেন।

পরে তল্লাশী চালিয়ে ব্যাকডালার ভিতরে রাখা অতিরিক্ত চাকার স্থানে বিশেষ কায়দায় লুকায়িত চার প্যাকেট ফেন্সিডিল,দুই প্যাকেট গাজা,এবং এক প্যাকেট ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

উদ্ধারকৃত প্যাকেটের মধ্য থেকে ১০০ বোতল ফেন্সিডিল,০৪ কেজি গাজা এবং ৪৯৬৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। বিপুল পরিমান মাদক সহ পাচারকারী মিলন ওরফে ছোট বাবুকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আটককৃত মাদকদ্রব্য, আসামী সোহাগ মিয়ার ব্যবহৃত মোবাইল ফোন এবং প্রাইভেট কারের সিজার মূল্য ধরা হয়েছে ৫০,৬৩,৫০০ ( পঞ্চাশ লাখ তেষট্টি হাজার পাঁচশত ) টাকা।

আসামী সোহাগ মিয়ার বাড়ী শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল বাজার এলাকায়,সে মৃত মহর আলী সরদারের ছেলে। অপর দুই পাচারকারী মোঃ মিলন ওরফে ছোটবাবু,পিং মৃত মহর আলী ও আজাদ খান,পিং অজ্ঞাত গন চিহ্নিত স্বর্ণ ও মাদক চোরাকারবারী।

আসামী সোহাগ মিয়া ওরফে ছোট বাবু’র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে বেনাপোল পোর্টথানায় সোপর্দ করার কার্যক্রম চলছে বলে অধিনায়ক আরো জানান।

সর্বশেষ - সারাদেশ