যশোর আজ শনিবার , ১৭ সেপ্টেম্বর ২০২২ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

বেনাপোলে পুলিশের পৃথক অভিযানে গাঁজা সহ গ্রেফতার-২

প্রতিবেদক
Jashore Post
সেপ্টেম্বর ১৭, ২০২২ ১২:৪৫ অপরাহ্ণ
বেনাপোলে পুলিশের পৃথক অভিযানে গাঁজা সহ গ্রেফতার-২
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

সাহিদুল ইসলাম শাহীন:: বেনাপোল পোর্টথানাধীন বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২ কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ একাধিক মামলার আসামী মোঃ জিয়ারুল ইসলাম(৫০) ও মোঃ শাহ আলী(২৫) নামের দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ।

বেনাপোল পোর্টথানা সূত্রে জানা যায়,শনিবার( ১৭ সেপ্টেম্বর ) সকাল ৭: ৪০ মিনিটের দিকে পুলিশ এমন গোপণ তথ্যের ভিত্তিতে থানার এসআই(নিঃ) তৌফিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল ঘটনাস্থল বোয়ালিয়া বাজার পৌছে।

তথ্য মোতাবেক বাজার এলাকায় চৌরাস্তা মোড় হতে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ একাধিক মামলার আসামী জিয়ারুল নামের এক মাদক পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ।

অপরদিকে, একই দিনে সকাল সাড়ে ৮ টার দিকে গোপণ তথ্য পেয়ে থানার এসআই(নিঃ) রাজু আহম্মেদ এর নেতৃত্বে অন্য একটি পুলিশের চৌকষ দল বেনাপোল পোর্টথানাধীন ছোট আচড়া নতুন থানা ভবনের সামনে পাঁকা রাস্তার উপর হতে ১ কেজি গাঁজা সহ অপর আসামী মোঃ শাহ আলীকে গ্রেফতার করে। এ নিয়ে সর্বমোট ২ কেজি ৪০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।

আসামী জিয়ারুলের বাড়ী অত্র থানাধীন মানকিয়া গ্রামে,সে মৃত মুজিবর মোড়লের ছেলে। অপরদিকে, আসামী শাহ আলী’র বাড়ী ঐ একই গ্রামে, সে মৃত জয়নালের ছেলে।

আসামীদের গ্রেফতারের বিষয়ে বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ( ওসি ) মোঃ কামাল হোসেন ভূঁইয়া পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদককারবারী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান,আসামীদের বিরুদ্ধে অত্র থানায় পৃথক পৃথক মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।

সর্বশেষ - সারাদেশ