
হাসানুজ্জামান :: যশোরের বেনাপোলে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের অভিযানে ভারতীয় শাড়ী,থ্রিপিচ,ঔষধ,টায়ার ও বিভিন্ন প্রকার কসমেটিক্স পণ্য সামগ্রী বোঝাই কাভার্ড ভ্যানসহ চালক ও হেলপার আটক হয়েছে।
সোমবার ( ২২ সেপ্টেম্বর )রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলস্থ বাইপাস সড়কের ভবেড়বেড় ট্রাক টার্মিনাল এর সামনে পাকা রাস্তার উপর হতে মাগুরা কার্গো সার্ভিসের একটি কার্গো ট্রাক ( ঢাকা মেট্রো-ট-২২-৭৫৬৬)থামিয়ে তল্লাশী চালিয়ে অবৈধ পণ্য চালটি আটক করে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।এসময় অবৈধ চোরাচালানী পণ্য বহনের দায়ে গাড়িটির চালক ও হেলপারকে আটক করে বিজিবি সদস্যরা।
আটককৃত চালক মাগুরা জেলার মাগুরা থানাধীন হাজী রোড কলেজ পাড়া এলাকার নাদের মোল্লার ছেলে আব্দুল মালেক (৪৬) ও একই জেলা ও থানাধীন শিবরামপুর গ্রামের শুশান্ত কর্মকারের ছেলে গাড়ীর হেলপার অন্তর কর্মকার (২৯)।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ) সকালে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য নিশ্চিত করে।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, বেনাপোল পৌরসভার ২ নং ওয়ার্ডের নামাজগ্রামের বাসিন্দা বাবুলের ছেলে মোঃ বিল্লাল(৩২)বিশ হাজার টাকা ভাড়া দেওয়ার চুক্তিতে ঢাকা মিরপুর পৌছে দেওয়ার উদ্দেশ্যে বেনাপোল হতে গাড়ীতে পণ্য বোঝাই করে নিয়ে যাচ্ছিলো।
বৈধ কাগজপত্র না থাকায় বিজিবি কর্তৃক জব্দকৃত মালামানের আনুমানিক সিজার মূল্য দুই কোটি পঞ্চান্ন লাখ একষট্টি হাজার টাকার পণ্য ধরা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান,আসন্ন দূর্গা পূজা উপলক্ষে ভারত হতে চোরাচালানীপণ্য পাচার প্রবনতা বৃদ্ধি পেয়েছে। উক্ত মালামাল ও পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় অবৈধ্য পণ্য চালানটি জব্দসহ দুই পাচারকারীরসহযোগী আটক হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে বিজিবি কর্তৃক মামলা দায়ের পূর্বক আসামী বেনাপোল পোর্টথানায় হস্তান্তর করা হয়েছে।