স্টাফ রিপোর্টার :: যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানী পণ্য বহনে গড়ে ওঠা সিন্ডিকেটের মূল হোতা মাসুদের অবৈধ্য কর্মকান্ডে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারালেও নীরব ভূমিকায় প্রশাসন।বেনাপোল পৌরসভাধীন সাদীপুর গ্রামের বাসিন্দা মাসুদ এতটাই বেপরোয়া যে,একজন বহিরাগত হয়েও দাপিয়ে বেড়ায় ইমিগ্রেশন চত্তর।
কে পি আই ভুক্ত এলাকা চেকপোস্ট ইমিগ্রেশানে মাসুদ কিভাবে অবাধ যাতায়াত করে তা অনেকেরই অজানা। তবে কি?প্রশাসনের ইন্ধনে চলছে মাসুদের ল্যাগেস ব্যবসা এমন প্রশ্ন?জনমনে।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়,বিজিবি ও কাস্টমসের একাধিক অসাধু কর্মকর্তার সাথে সখ্যতা করে চোরাচালানী ও শুল্ক ফাঁকির পণ্য পারাপার করতে সিন্ডিকেট গড়ে তুলেছে মাসুদ গং।এছাড়ও সাদীপুর সীমান্ত সংলগ্ন বিভিন্ন পকেট ঘাট দিয়ে চোরাই পথে ভারতীয় বিভিন্ন রকমের পণ্য,মাদকদ্রব্য,অস্ত্র পারাপার কাজেও মাসুদ জড়িত বলে এলাকায় গুঞ্জন রয়েছে। এ নিয়ে একাধিক পত্রিকায় খবর প্রকাশিত হলেও বিজিবি বা পুলিশ প্রশাসন কোন পদক্ষেপ না নেওয়ায় দাপটে রাজস্ব ফাঁকির কাজ চালাচ্ছে মাসুদ ও তার সহযোগীরা।
ভারত হতে পাসপোর্ট যাত্রীর সাথে ল্যাগেজ সুবিধায় আনা অতিরিক্ত পণ্য শুল্ক ফাঁকি দিতে যাত্রীর সহিত পণ্য ভেদে মাসুদ গংদের চুক্তি হয় ব্যাগ প্রতি চুক্তি হয় ৫ হতে ২০ হাজার টাকা।এর দুই অংশ ভাগ পাই বিজিবি ও কাস্টমসের অসাধু কর্তারা।
এঘটনায় ২৩ মে ২৫ রোজ শুক্রবার যশোর থেকে প্রকাশিত প্রতিদিনের কথা পত্রিকায় “বেনাপোলে ল্যাগেজ পাচারে কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি! বিজিবির আসাদের সহযোগীতায় বেপরোয়া সোর্স মাসুদ গং শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
সংবাদের সত্যতা যাচায়ে সরেজমিনে গেলে চেকপোস্ট ইমিগ্রেশন চত্তর হতে মাসুদকে পাসপোর্ট যাত্রীর ব্যাগ হাতে নিয়ে বের হতে দেখা যায়। এ বিষয়ে মাসুদকে জিজ্ঞেস করলে তিনি প্রতিবেদককে জানান,ভারত হতে তার আত্নীয় বেড়াতে আসায় তার ব্যাগ বহণ করছেন তিনি।
মাসুদ সম্পর্কে খোঁজ খবর নিলে স্থানীয়রা জানান,মাসুদ আগে চেকপোস্ট আইসিপি ক্যাম্প এ বিজিবি সদস্যদের জন্য পানি ও খাবার সরবারহ করত সে সূত্র ধরে কয়েক বছরের ব্যবধানে আঙ্গুল ফুলে কলাগাছ বনে অর্থ বিত্তের মালিক হয়েছেন। ইমিগ্রেশানে বিজিবির চেকিং কার্যক্রমে মাসুদের চোখের ইশারায় পাসপোর্ট যাত্রীর ল্যাগেজ ছেড়ে দেওয়া হয় বলে আরো জানা যায়।
চেকপোস্ট ইমিগ্রেশানে বহিরাগত প্রবেশের সুযোগ আছে কি? জানতে চাইলে মুঠোফোনে বেনাপোল স্থলবন্দরের পরিচালক( ট্রাফিক ) মোঃ শামিম হোসেন বলেন, অনুমতি ব্যাতীত কে পি আই ভুক্ত এলাকায় প্রবেশ সম্পূর্ন নিষিদ্ধ। বেনাপোল ইমিগ্রেশানে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে কর্তৃপক্ষ সবসময় তৎপর রয়েছে।এরপরও অভিযোগ পেলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।