যশোর আজ সোমবার , ২৫ অক্টোবর ২০২১ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

বুধবার দ্বিতীয়ধাপের ইউপি নির্বাচনের প্রতীক বরাদ্দ

প্রতিবেদক
Jashore Post
অক্টোবর ২৫, ২০২১ ৯:২০ অপরাহ্ণ
বুধবার দ্বিতীয়ধাপের ইউপি নির্বাচনের প্রতীক বরাদ্দ
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হচ্ছে কাল মঙ্গলবার। বুধবার চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা। এরপরে আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণায় নামবেন চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের সদস্য প্রার্থীরা।

দ্বিতীয় ধাপে ৮৪৬ ইউপি’র তিন পদে মোট বৈধ প্রার্থীর সংখ্যা সর্বমোট ৪৩ হাজার ৭৬৭ জন। চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীর সংখ্যা ৩ হাজার ৯৪৯ জন। এছাড়া বৈধ সাধারণ সদস্য প্রার্থীর সংখ্যা হচ্ছে ৩০ হাজার ৪৪৮ জন এবং সংরক্ষিত সদস্য পদে বৈধ প্রার্থীর সংখ্যা হচ্ছে ৯ হাজার ৩৭০ জন। তবে আপিলে বেশ কিছু প্রার্থী মনোনয়ন ফিরে পেয়েছেন।

ইসি প্রত্যাহার শেষে চূড়ান্ত সংখ্যা প্রকাশ করবে। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী রয়েছেন ৩১ ইউপিতে। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হলে একক প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা হবে। তবে প্রত্যাহার শেষ এই সংখ্যা বাড়তেও পারে।

ইসির কর্মকর্তারা বলছেন, দ্বিতীয় ধাপের ৮৪৬ ইউপি’র মধ্যে আওয়ামী লীগ চেয়ারম্যান পদে প্রার্থী দিয়েছে ৮৩৮ ইউপিতে, বাছাই বাদ পড়েছে ১১ প্রার্থী। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী দিয়েছে ৩৬৮ ইউপিতে, বাছাইয়ে বাদ পড়েছে ১০ প্রার্থী। জাতীয় পার্টি-জাপা প্রার্থী দিয়েছে ১০৭ ইউপিতে, বাদ পড়েছে ২ জন প্রার্থী। জাকের পার্টি-প্রার্থী দিয়েছে ৪৯ ইউপিতে, বাদ পড়েছে ২ জন প্রার্থী।

চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ২৬৫৫ জন, বাছাইয়ে বাদ পড়েছেন ৯৯ জন। আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিতরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ নির্বাচন অংশ নিচ্ছেন। তবে বিএনপি এ নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত জানালেও এই দলের নেতা-কর্মিরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিচ্ছেন।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, দ্বিতীয় ধাপের ৮৪৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ৬৯১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এ ধাপে চেয়ারম্যান পদে ১২৬ জনের মনোনয়ন বাতিল হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের ১১ জন প্রার্থীর সহ মোট ২৭ জন দলীয় প্রার্থী রয়েছেন।

আর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র বাতিল হয়েছে ৯৯ জনের। সাধারণ সদস্য পদে মনোনয়ন বাতিল হয়েছে ৪৪২ জনের। সংরক্ষিত সদস্য পদে মনোনয়ন বাতিল হয়েছে ১২৩ জনের।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, ২১ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা হচ্ছে সর্বমোট ৪৩ হাজার ৭৬৭ জন। এর আগে ৮৪৬ ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছিল ৪ হাজার ৭৫ জন। সদস্য পদে দাখিল করেছিল ৩০ হাজার ৮৯০ জন এবং সংরক্ষিত সদস্য পদে মনোনয়ন দাখিল করেছিল ৯৪৯৩ জন।

বাছাই শেষে বৈধ চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা হচ্ছে ৩৯৪৯ জন। বৈধ সাধারণ সদস্য প্রার্থীর সংখ্যা হচ্ছে ৩০ হাজার ৪৪৮ জন এবং সংরক্ষিত সদস্য পদে বৈধ প্রার্থীর সংখ্যা হচ্ছে ৯৩৭০ জন। তবে আপিলে বেশ কিছু প্রার্থী মনোনয়ন ফিলে পেয়েছেন। সেই হিসাবে প্রার্থী সংখ্যা বেশি হবে। তফসিল অনুযায়ী আজ প্রত্যাহার শেষ দিন।

এদিকে ইউনিয়ন পরিষদের প্রথম ধাপের নির্বাচনে ৩৯ রাজনৈতিক দলের মধ্যে অংশ নিচ্ছে মাত্র ১৭টি। এরমধ্যে আওয়ামী লীগ-জাতীয় পার্টিসহ পাঁচ দলের প্রার্থী বেশি থাকলও নামে মাত্র নির্বাচন অংশ নিচ্ছে ১২টি দল।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত
গাইবান্ধায় দাফনের ৪৩ দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন

গাইবান্ধায় দাফনের ৪৩ দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন

মণিরামপুরে বিধবা নারী হত্যাকান্ডের মামলায় দুই জন আটক

মণিরামপুরে বিধবা নারী হত্যাকান্ডের মামলায় দুই জন আটক

এফডিসিতে প্রধান নির্বাচন কমিশনারকে নিষিদ্ধ করেছে চলচ্চিত্রের ১৭ সংগঠন

এফডিসিতে প্রধান নির্বাচন কমিশনারকে নিষিদ্ধ করেছে চলচ্চিত্রের ১৭ সংগঠন

মধুমতি ও তৃতীয় শীতলক্ষ্যা সেতু উদ্বোধন আজ

মধুমতি ও তৃতীয় শীতলক্ষ্যা সেতুর উদ্বোধন আজ

ফুলের রাজধানী খ্যাত গদখালীতে চার দিনব্যাপী ফুল উৎসব শুরু

ফুলের রাজধানী খ্যাত গদখালীতে চার দিনব্যাপী ফুল উৎসব শুরু

গৃহবধূর গোসলের ভিডিও ধারণের সময় পুলিশ সদস্য আটক

গৃহবধূর গোসলের ভিডিও ধারণের সময় পুলিশ সদস্য আটক

সময় টিভির সম্প্রচার এক সপ্তাহ বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট

সময় টিভির সম্প্রচার এক সপ্তাহ বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট

চৌগাছায় ৩ দিন ব্যাপী খেুঁজুর গুড়ের মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক

চৌগাছায় ৩ দিন ব্যাপী খেুঁজুর গুড়ের মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক

পরীমণিকাণ্ডে চাকরি হারাচ্ছেন এডিসি সাকলায়েন

পরীমণিকাণ্ডে চাকরি হারাচ্ছেন এডিসি সাকলায়েন

বন্ধন এক্সপ্রেসে মিলছে মাদকদ্রব্যসহ চোরাচালানী পণ্য

“বন্ধন এক্সপ্রেসে”মিলছে মাদকদ্রব্য সহ অবৈধ্য চোরাচালানী পণ্য!