জৈষ্ঠ্য প্রতিবেদক :: মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
সোমবার ( ১৬ ডিসেম্বর )বেলা আড়াইটার দিকে ঢাকা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলের নেতাকর্মীরা। এ সময় ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের কর্মী-সমর্থক ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একই সময়ে ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবীব ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলামের নেতৃত্বে স্মৃতিসৌধে পৃথকভাবে শ্রদ্ধা জানানো হয়। এ সময় ধামরাই উপজেলা ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের কর্মী-সমর্থকসহ স্থানীয় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন। এ সময় সাত জনকে আটক করা হলে বিচ্ছিন্ন হয়ে যান বাকিরা। পরে বেলা আড়াটার দিকে আবারও ফুল দিতে আসেন তারা।