স্টাফ রিপোর্টার :: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৬ এর স্পেশাল কোম্পানির সদস্যদের অভিযানে ৯০ কেজি গাঁজাসহ কুমিল্লা জেলার মোঃ ফয়সাল মিয়া (২৭) ও মোঃ জাহাঙ্গির আলম (৩৮) নামের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ( ২৫জুন ) বাগেরহাট জেলার সদরথানাধীন এলাকায় অভিযান চালিয়ে র্যাব সদস্যরা ঐ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ৯০ কেজি গাঁজা ও গাঁজা বহনে একটি কাভার্ডভ্যান উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আসামীদ্বয়কে বাগেরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সূত্র নিশ্চত করেন।