স্টাফ রিপোর্টার :: বগুড়ায় এক স্কুলছাত্রী মোবাইল ফোনে গড়ে ওঠা প্রেমের সম্পর্কের ফাঁদে পড়ে ধর্ষণের শিকার হয়েছে।ভুক্তভোগী কিশোরী শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
গত মঙ্গলবার ২২( এপ্রিল )বিনোদন পার্কে বেড়ানোর নামে স্কুল ছাত্রীকে শহরের একটি আবাসিক হোটেলে নিয়ে তাকে জোর পূর্বক ধর্ষণ করেছে বলে জানা যায়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে,নামুজা ভান্ডারি পাড়া গ্রামের পিন্টু মিয়ার যুবক পুত্র ইমরানের ( ২৪ )সঙ্গে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে ওই ছাত্রী প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। এরই জেরে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে সে ধর্ষণের স্বীকার হয়।
ঘটনার পর মেয়েটি অসুস্থ হয়ে পড়লে ইমরান পালিয়ে যায়।স্থানীয়দের সহায়তায় কিশোরীকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি )এস এম মঈন উদ্দিন বলেন ভুক্তভোগী কিশোরী বর্তমান আশঙ্কামুক্ত রয়েছে। এ ঘটনায় ধর্ষিতা পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এঘটনার অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।