সর্বশেষ খবরঃ

প্লাস্টিক বোতলের তৈরি নৌকা উপহার দিতে চান চাকলাদারকে

প্লাস্টিক বোতলের তৈরি নৌকা উপহার দিতে চান চাকলাদারকে
নৌকার দুই কারিগর জিতেন দাস ও সুধান্য দাস

মোঃ রনি হোসেন,কেশবপুর প্রতিনিধি :: যশোর-৬ (কেশবপুর ) সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান এমপি শাহীন চাকলাদার কে উপহার হিসেবে নৌকা দিতে চান কেশবপুরের নৌকার দুই কর্মী জিতেন দাস ও সুধান্য দাস।

নৌকা ও শাহীন চাকলাদার কে ভালোবেসে প্লাস্টিকের খালি বোতল দিয়ে বাংলাদেশের উন্নয়নের প্রতিক নৌকা তৈরি করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন তারা।উপজেলার সদর ইউনিয়নের খতিয়াখালী গ্রামের দিনমজুর ও দরিদ্র ভ্যান চালক জিতেন দাস এ নৌকা তৈরি করে এলাকায় হৈচৈ ফেলে দিয়ছেন।

জিতেন দাস কে নৌকা বানানোর জন্য সহযোগিতা করেন তার এলাকার ছোট্ট ভাই সুধান্য দাস। তাদের কে এই নৌকা তৈরি করতে সময় লাগে ৫ দিন এবং মোট প্লাস্টিকের খালি বোতল লাগে ১৫০০শত পিচ। এতে খরচ হয়ছে প্রায় ১২ থেকে ১৩শ টাকা। নৌকাটি দেখতে প্রতিদিন শত-শত জনতা ভিড় জমাচ্ছে ওই গ্রামে।

নৌকা দেখে উদয় শংকর বলেন, তারা নৌকার কর্মী নৌকা কে ভালোবাসে, শাহীন চাকলাদার কে ভালোবাসে বলেই নৌকা তৈরি করেছে। বিভিন্ন জায়গা থেকে নৌকা দেখতে মানুষ ভিড় জমাতেছে।

সুধান্য দাস বলেন, নৌকা কে আমরা ভক্তি করি, নৌকা আছে বলে দেশে এত উন্নয়ন তাই এমপি শাহীন চাকলাদার কে উপহার হিসেবে নৌকা দেওয়ার জন্য এ কাজে সহযোগিতা করি।

এ ব্যাপারে নৌকাটির কারিগর জিতেন দাস বলেন,আওয়ামীলীগ কে ভালোবাসি, নৌকা প্রতিকীর প্রার্থী শাহীন চাকলাদার কে ভালোবাসি সেজন্য নৌকা তৈরি করেছি,এটা শাহীন চাকলাদার কে উপহার হিসেবে দিতে চাই।

আরো খবর

চাঁপাইনবাবগঞ্জবাসীর দায়িত্ব থেকে একধাপ পিছু হব নাঃবুলবুল
চাঁপাইনবাবগঞ্জবাসীর দায়িত্ব থেকে একধাপ পিছু হব নাঃবুলবুল
দেশকে এগিয়ে নিতে খেলাধুলাকেও গুরুত্ব দিতে হবেঃআজিজুল বারী হেলাল
দেশকে এগিয়ে নিতে খেলাধুলাকেও গুরুত্ব দিতে হবেঃ আজিজুল বারী হেলাল
দুমকির মুরাদিয়ায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন
দুমকির মুরাদিয়ায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন
এমপি না হলেও হাতিয়ার মানুষকে ছেড়ে যাবো নাঃ তানভীর
এমপি না হলেও হাতিয়ার মানুষকে ছেড়ে যাবো নাঃ তানভীর
খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত
দুমকিতে বিএনপির নেতাকর্মীদের সাথে আলতাফ চৌধুরীর মতবিনিময়
দুমকিতে বিএনপির নেতাকর্মীদের সাথে আলতাফ চৌধুরীর মতবিনিময়
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল সমাবেশ
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল সমাবেশ