
রনি হোসেন,কেশবপুর প্রতিনিধি:: যশোরের কেশবপুর উপজেলার গুরুত্বপূর্ণ পাঁজিয়া সড়ক দীর্ঘদিন প্রায় দুই বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সড়কের বড় বড় গর্তে পানি জমে প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
স্থানীয়দের অভিযোগ,প্রশাসনের গাফিলতির কারণেই সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রকৌশলী অফিস বছরের পর বছর ধরে আশ্বাস দিলেও বাস্তবে কোনো কাজের দেখা মেলেনি। যে কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী।
পাঁজিয়া গ্রামের বাসিন্দা হাফিজুর রহমান বলেন, “এই সড়ক দিয়েই প্রতিদিন পৌর শহর বাজারে যাই। বৃষ্টি হলেই কাদা আর পানি জমে থাকে। মোটরসাইকেল, ভ্যান, সাইকেল প্রায়ই উল্টে দুর্ঘটনা ঘটে।”
কলেজছাত্রী শাপলা খাতুন বলেন, “প্রতিদিন স্কুল-কলেজে যেতে আমাদের কষ্ট করতে হয়। রাস্তায় হাঁটাও কষ্টকর হয়ে পড়েছে। অনেক সময় কাদা-পানিতে পড়ে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। কয়েক বছর ধরে এই সমস্যার ভিতর দিয়ে জীবনেে ঝুঁকি নিয়ে কলেজে যেতে হচ্ছে।”
ভ্যানচালক সোহরাব হোসেন বলেন, “এই রাস্তায় গাড়ি চালানো খুবই ঝুঁকিপূর্ণ। একটু অসাবধান হলেই গাড়ি উল্টে যায়। যাত্রী নামিয়ে অন্য রাস্তা দিয়ে যেতে হয়।”
স্থানীয় ব্যবসায়ী আব্দুল মালেক বলেন, “ঐতিহ্যবাহী পাঁজিয়া বাজারে ব্যবসা করতে কেশবপুর থেকে আর কেউ আসতে চাই না। গাড়ি করে বিভিন্ন মালামাল আনা খুবই রিস্ক হয়ে পড়ছে। দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছেন বলে তিনি জানান।”
এ বিষয়ে কেশবপুর উপজেলা প্রকৌশলী অফিসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “পাঁজিয়া সড়ক সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে কাজ শুরু হবে।”
অবিলম্বে সড়কটির সংস্কার না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। কয়েকদিনের ভিতর কাজের দেখা না পেলে শহরের প্রাণকেন্দ্র গাজীর মোড়ে সড়ক অবরোধ করে রাখবেন বলে জানান স্থানীয় এলাকাবাসী পথচারী ও পাঁজিয়া এলাকায় অধিকাংশ মানুষ।