
এম কামরুজ্জামান ( সাতক্ষীরা )জেলা প্রতিনিধি :: ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আজ বিকালে শ্যামনগর মাইক্রো স্ট্যান্ডে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত ঘটনায় নিহতদের স্মরণে ও তাদের আত্মার মাগফিরাত কামনায় এ আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন মাওলানা আবদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন একাডেমির পরিচালক ডঃ আব্দুস সালাম আজাদী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল মজিদ, উপজেলা নায়েবে আমির মাওলানা মঈন উদ্দিন আহমেদ, উপজেলা নায়েবে আমির অধ্যাপক ফজলুল হক ও উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা।
বক্তারা পল্টন ট্রাজেডিকে দেশের রাজনৈতিক ইতিহাসের এক কালো অধ্যায় হিসেবে উল্লেখ করেন এবং ন্যায় ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।পরে শহীদদের জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।