যশোর আজ বৃহস্পতিবার , ১১ আগস্ট ২০২২ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

নুসরাত জাহানের দূর্নীতির খবর প্রকাশেই বেনাপোলে সাংবাদিক দন্ধ

প্রতিবেদক
Jashore Post
আগস্ট ১১, ২০২২ ২:১৫ অপরাহ্ণ
নুসরাত জাহানের দূর্নীতির খবর প্রকাশেই বেনাপোলে সাংবাদিক দন্ধ
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

স্টাফ রিপোর্টার :: বেনাপোলের সাংবাদিক জাহিদ হাসান ও মহাসিন মিলনের দ্বন্ধের নেপথ্য রয়েছে বেনাপোল কাস্টমস হাউসের জয়েন্ট অব কাস্টমস কমিশনার নুসরাত জাহানের লাগামহীন ঘুস বানিজ্যের খবর প্রকাশ।

দুই সাংবাদিকের দন্ধের কারন অনুসন্ধানে ভূক্তভোগী সাংবাদিক ও স্থানীয় পর্যায়ে ব্যাপক খোঁজ খবর নিলে জানা গেছে,যশোর থেকে প্রকাশিত গ্রামের কন্ঠ পত্রিকায় গত বৃহষ্পতিবার ( ৪ আগস্ট )“আগে টাকা পরে ফাইলে সই এই নীতিতে চলছেন জেসি নুসরাত জাহান” শিরোনামে দূর্নিতীর সংবাদ প্রকাশিত হয়।এরই জেরে সাংবাদিক জাহিদ হাসান ও জৈষ্ট্য সাংবাদিক মহাসিন মিলন বিবাদে জড়িয়ে বেনাপোল পোর্টথানায় পাল্টা পাল্টি সাধারন ডায়েরী অর্ন্তভূক্ত করেন।

গত ৪ আগস্ট জাহিদ হাসানকে অশ্রাব্য ভাষায় হুমকীসহ ( কল রেকর্ড সংরক্ষিত ) অপহরণ চেষ্ঠা চালানোয় নিরাপত্তা জনিত কারনে ৬ আগস্ট বেনাপোল পোর্ট থানায় ইনকিলাব পত্রিকার সাংবাদিক মহাসিন মিলনের নামে বেনাপোল পোর্টথানায় সাধারন ডায়েরী অর্ন্তভূক্ত করেন। যাহার ডায়েরী নং-২৬৪ ও তারিখঃ ৬ -৮ -২০২২ ইং। এর এক দিন পর ৭ আগস্ট অভিযুক্ত মহাসিন মিলনও পাল্টা সাধারন ডায়েরী অর্ন্তভূক্ত করেন।যাহার ডায়েরী নং-৩১৬ ও তারিখ ৭-৮-২০২২ ইং।

বেনাপোল পোর্টথানার এস আই সোহেল রানা পাল্টা পাল্টি সাধারন ডায়েরী অর্ন্তভূক্তির সত্যতা নিশ্চিত করেন।

এর আগে গ্রামের কন্ঠ পত্রিকার বেনাপোল প্রতিনিধি জাহিদ হাসান বেনাপোল কাস্টমস হাউসের জয়েন্ট কমিশনার নুসরাত জাহানের চেম্বারে পেশাগত কাজে তথ্য সংগ্রহ করতে যান। সেখানে জেসির পিএস সাদিক তাকে বেনাপোলের অপর সাংবাদিক মহাসিন মিলনের সাথে কথা বলতে বলেন।

এরই সূত্র ধরে জাহিদ হাসান ঐ কর্মকর্তার দূর্নীতির ধারাবাহিক প্রতিবেদনের তথ্য সংগ্রহ কাজে সাংবাদিক মহাসিন মিলনের মুঠো ফোনে কল দিলে প্রথমে হুমকী ও পরে অপহরণ চেষ্ঠার স্বীকার হন বলে তিনি নিজেই নিশ্চিত করেন।

এ বিষয়ে কাস্টমস কর্মকর্তা নুসরাত জাহানের পিএস সাদিকের মুঠো ফোনে জানতে চাইলে তিনি সাংবাদিক জাহিদের জেসি মেডামের সাথে সাক্ষাৎ ও সাংবাদিক জাহিদ হাসানকে মহাসিন মিলনের সাথে কথা বলতে বলার সত্যতা স্বীকার করেন।

গ্রামের কন্ঠ প্রত্রিকায় প্রকাশিত সংবাদের সত্যতা জানতে অভিযুক্ত জয়েন্ট কমিশনার নুসরাত জাহানের মুঠো ফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য জানা সম্ভব হয়নী।

বেনাপোল কাস্টমস হাউসের অসাধু কর্মকর্তাদের দূর্নীতির রিপোর্ট প্রকাশ বন্ধে মরিয়া হয়ে ওঠেছে পিএস সাদিক। মোটা অঙ্কের অর্থ দিয়ে সাংবাদিকদের একটি মহলকে ম্যানেজ করে অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে খবর প্রকাশ বন্ধে সচেষ্ট রয়েছে সে। এ কারনেই বেনাপোলের সাংবাদিক মহলে বিভাজন তৈরী হয়ে সংঘাতের রুপ নিচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে কাস্টমস হাউসের একটি সূত্র জানাই,প্রতি মাসে কাস্টমস হতে গনমাধ্যম কর্মীদের জন্য মোটা অঙ্কের অর্থ নেয় সাংদিকদের একটি মহল। তবে কি চলমান সাংবাদিক কোন্দল এরই ফল?এমন কৌতুহল স্থানীয়দের।

সর্বশেষ - সারাদেশ