যশোর আজ মঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার

প্রতিবেদক
Jashore Post
এপ্রিল ৮, ২০২৫ ৬:৫৫ অপরাহ্ণ
নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

স্টাফ রিপোর্টার :: নড়াইলের লোহাগড়া উপজেলায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক সেনা সদস্য মোঃ আকবার হোসেন হত্যা মামলার আসামি মোঃ জাকারিয়া মোল্যা ওরফে জাকির হোসেন (৫৫) ও সাদ্দাম হোসেন ওরফে মোঃ জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।

সোমবার ( ৭ এপ্রিল )সন্ধ্যায় লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া পশ্চিমপাড়া থেকে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃতরা হলেন – নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত রোস্তম মোল্যার ছেলে জাকির মোল্যা, একই গ্রামের মৃত মাফুজার মোল্যার ছেলে সাদ্দাম মোল্যা।

উল্লেখ্য গত সোমবার( ৩১ মার্চ )নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া পশ্চিমপাড়ার গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মনিরুল জমাদ্দার ও মিল্টন জমাদ্দার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।

গত রবিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের লোকজনের মধ্যে মারামারি হয়।তার জেরে সোমবার বিকালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে জড়াই এক পর্যায়ে মোঃ আকবার হোসেনকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন । পরে তাকে উদ্ধার করে মাগুরা জেলার মোহাম্মদপুর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি )মোঃ আশিকুর রহমান বলেন হত্যাকাণ্ডের সাথে জড়িত এজাহার নামীয় (৩ ও ১০ নং )দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে ও বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ - সারাদেশ