স্টাফ রিপোর্টার :: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-উপলক্ষে নড়াইল জেলা শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে অবস্থিত শহিদ মিনারে শুক্রবার ( ২১ ফেব্রুয়ারি )রাত ১২টা এক মিনিটে মহান ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভাষা শহীদদের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন কাজী এহসানুল কবীর, পুলিশ সুপার, নড়াইল।
এসময় মীর জেলা পুলিশের ডিআইও ( ১) শরীফুল হক,সদর থানার অফিসার ইনচার্জ মোঃসাজেদুল ইসলাম,
শাহাদারা খান ( পিপিএম ),জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।
রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।বাংলাদেশের ইতিহাসে এই দিনটি একই সাথে শোকাবহ ও গৌরবোজ্জ্বল স্মৃতি বিজড়িত দিন।
১৯৫২ সালের এই দিনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের উপর পাক বাহিনীর গুলি বর্ষণে শহীদ হন সালাম,রফিক, বরকত, জব্বারসহ আরো অনেকে।