জাকির হোসেন হাওলাদার ( পটুয়াখালী) প্রতিনিধি :: সৃজনী বিদ্যানিকেতনে এক প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিষয় ছিল — “ তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহার মানুষকে বিপথগামী করছে”।
বিতর্কে পক্ষের দল হিসেবে অংশগ্রহণ করে ক্লাস সিক্স এবং বিপক্ষের দল ছিল ক্লাস সেভেন। উভয় দলই যুক্তি ও উপস্থাপনার দক্ষতায় দর্শক ও বিচারকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৃজনী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুস ও বিচারকের দায়িত্ব পালন করেন সুজন মরগান,শাফায়েত হোসেন সাগর ও জহিরুল ইসলাম।
বিচারকদের সিদ্ধান্তে পক্ষদল বিজয়ী হয় এবং প্রধান বক্তা নির্বাচিত হন ক্লাস সিক্সের মুমু। প্রধান অতিথি বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের এ ধরনের গঠনমূলক কার্যক্রমে আরও উৎসাহিত হওয়ার আহ্বান জানান।