সর্বশেষ খবরঃ

দুমকিতে জমে উঠেছে ধুনকরদের শীতের হাট

দুমকিতে জমে উঠেছে ধুনকরদের শীতের হাট
দুমকিতে জমে উঠেছে ধুনকরদের শীতের হাট

জাকির হোসেন হাওলাদার( পটুয়াখালী )জেলা প্রতিনিধি :: শীতের প্রথম হাওয়া বইতেই দুমকি উপজেলার জনপদে যেন জমে উঠেছে লেপ তোষক তৈরির উৎসব। সকালবেলা বাতাসে হালকা শীতের ছোঁয়া,আর সেই সঙ্গে ধুনকরদের ব্যস্ততার টুংটাং শব্দ সব মিলিয়ে শীতের আগমনী বার্তা যেন নতুন এক কর্মপ্রাণ পরিবেশ তৈরি করেছে।

কয়েকদিন ধরে শীত একটু বাড়তেই উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে হাট বাজার সব জায়গাতেই লেপ তোষক তৈরির ধুম পড়ে গেছে। কেউ দোকানে বসে, কেউবা গ্রামের পথে পথে হাঁটাহাঁটি করে পুরনো লেপ খুলে তুলা ধুনিয়ে নতুন মতো সাজিয়ে দিচ্ছেন। ধুনকরদের হাতের টানে পুরনো লেপ তোষক যেন হয়ে উঠছে একেবারে নতুন।

শুক্রবার (২৮ নভেম্বর২০২৫)সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার,পিরতলা বাজার,রাজাখালি,বোড অফিস,কদমতলা, আংগারিয়া, কালবার্ড,লেবুখালি,হাজির হাট,কলবাড়ি,তালুকদার হাট, এসব চিহ্নিত স্থানে এখন প্রতিদিনই ভিড় করছেন ক্রেতারা। তুলা পরিষ্কার করা, ধুনন, কাপড়ে মোড়ানো আর সেলাই সব মিলিয়ে চলছে শীতের মৌসুমী কর্মব্যস্ততা।

সিরামপুর গ্রামের ধুনকর কালাম বিশ্বাস জানান,“বছরজুড়েই লেপ তোষকের কাজ করি। তবে শীতের শুরুতেই ব্যস্ততা একটু বেশি থাকে। এবার তুলা আর কাপড়ের দাম খুব বেড়েছে। লেপ তৈরি করতে কাপড় লাগছে গজপ্রতি ৫০ থেকে ৭০ টাকা, তোষকের কাপড় ৫৫ থেকে ১২০ টাকা।

গার্মেন্টস্ তুলা কেজিপ্রতি ৫০ থেকে ১৬০ টাকা, আর শিমুল তুলা ৪০০ টাকা। লেপ বানানোর মজুরি ৩০০-৪০০ টাকা, তোষক ২৫০-৩০০ টাকা। এত কিছুর পর আগের মতো লাভ থাকে না।”তিনি আরও বলেন, নতুন লেপ বানানোর চেয়ে অনেকেই এখন পুরনো লেপ খুলে তুলা পরিষ্কার করে নতুন কাপড় দিয়ে বানিয়ে নিচ্ছেন। খরচ কম পড়ায় নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো এই পথেই ঝুঁকছেন।

রাজাখালি গ্রামের ঝর্না বেগমের কথায়ও সেই বাস্তবতা “নতুন লেপ বানাতে অনেক টাকা লাগে। তাই পুরনো লেপটা ধুনিয়ে কিছু নতুন তুলা মিশিয়ে বানিয়ে নিলাম। এতে খরচও কম, আর কাজও বেশ ভালো হয়েছে।”

শীত বাড়ছে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ধুনকরদের ব্যস্ততা। শীত নিবারণের প্রয়োজনীয়তা যেমন আছে, তেমনি জীবিকার লড়াইও আছে এর সঙ্গে। শীতের প্রথম প্রহরেই তাই লেপ তোষকের দোকানগুলোতে জমে উঠেছে মৌসুমী রঙ, গন্ধ আর মানুষের কোলাহল যা দুমকি উপজেলায় শীতের এক বিশেষ দৃশ্যপট হয়ে প্রতি বছরই ফিরে আসে।

আরো খবর

জামালপুর জেলার শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন রফিকুল ইসলাম
জামালপুর জেলার শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন রফিকুল ইসলাম
দুমকিতে জমে উঠেছে ধুনকরদের শীতের হাট
দুমকিতে জমে উঠেছে ধুনকরদের শীতের হাট
পটুয়াখালী ভার্সিটিতে একাডেমিক কাউন্সিলের ৫৫তম সভা অনুষ্ঠিত
পটুয়াখালী ভার্সিটিতে একাডেমিক কাউন্সিলের ৫৫তম সভা অনুষ্ঠিত
মরহুম আবুল বসার বসন মিয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত
মরহুম আবুল বসার বসন মিয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত
খাগড়াছড়ির গণ-সংবর্ধনায় ডাকসু ভিপি সাদিক কায়েম
খাগড়াছড়ির গণ-সংবর্ধনায় ডাকসু ভিপি সাদিক কায়েম
 শ্যামনগরে খুচরা সার ডিলার লাইসেন্সধারী ব্যক্তিদের  মানববন্ধন
 শ্যামনগরে খুচরা সার ডিলার লাইসেন্সধারী ব্যক্তিদের  মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠিত
যশোর সার্কিট হাউজ থেকে ভুয়া সচিব আটক
যশোর সার্কিট হাউজ থেকে ভুয়া সচিব আটক