চন্দন মিত্র ( দিনাজপুর ) জেলা প্রতিনিধি:: শুক্রবার(২৫ জুলাই ২০২৫ )দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ও আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুর এর আয়োজনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক হস্তান্তর ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন থাকার পরেও বর্তমানে ৩৫ লক্ষ শিশু শ্রমে নিযুক্ত আছে। তার মধ্যে ঝুকিপূর্ন কাজে নিযুক্ত রয়েছে ১০ লাখ শিশু। এর অন্যতম কারণ আমাদের আর্থ-সামাজিক প্রেক্ষাপট।
আরো বলেন, শিশুশ্রম বন্ধ করতে হলে স্কুলকে আকর্ষনীয় করা এবং যে শিশুটিকে তার গরীব মা-বাবা অভাবের কারনে স্কুলে না দিয়ে কাজে দিয়েছেন, স্কুলের পক্ষ থেকে সেই অভাব দূর করতে কি ধরনের পদক্ষেপ নেয়া যায় সরকারকে সেই চিন্তা করতে হবে। যাতে শিশু স্কুলমুখী হয়।
শ্রমিকদের ব্যাপারে সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, দেশের শিল্প কারখানা ও শ্রমঘন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্ম পরিবেশ, শ্রমিকের স্বাস্থ্য ঝুঁকি থেকে সুরক্ষায় ২০০৬ সালের শ্রম আইনের আলোকে রাষ্ট্রীয় উদ্যোগে শ্রমিকদের পাশে দাঁড়িয়ে কাজ করছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।
শ্রমিকদের স্বার্থ ও স্বাস্থ্য সুরক্ষায় নানা মুখী কর্মকাণ্ডের সুফল যাতে প্রকৃত ভুক্তভোগী শ্রমিকসহ সকল সুবিধাভোগী শ্রমিকদের দোরগোড়ায় দালালমুক্ত উপায়ে পৌছে দেয়া যায় সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। এছাড়া আন্তর্জাতিক শ্রম সংস্থার ( আইএলও ) কনভেনশন অনুসারে শ্রম আইন সংশোধন ও শ্রমিকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ) মোঃ জানে আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূর-ই-আলম সিদ্দিকী , “দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তরের “উপ পরিচালক মোঃ ওসমান গনি-
“কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের” উপমহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল সাকিব মুবাররাত, শ্রম পরিদর্শক ( স্বাস্থ )সুদীপ্ত রায়,সহকারী মহাপরিদর্শক ( সাধারন ) শফিকুল ইসলাম,“ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর” দিনাজপুরের সহকারী পরিচালক মোঃ বোরহান উদ্দিন প্রমুখ।
মত বিনিময় শেষে আবেদনকারী বিভিন্ন শ্রমিক ও শ্রমিক পরিবারের ( চিকিৎসায় ৮৪ জন ও মৃত ব্যক্তির পরিবারের ৬ জন সহ মোট ৯০ জন )মাঝে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ২২ লক্ষ ১৫ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
এর আগে পাহাড়পুরে অবস্থিত দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তর কার্যালয় পরিদর্শন করেন ও কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।